চট্টগ্রাম: বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেছেন, সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজদের বিরুদ্ধে বিএনপি জিরো টলারেন্স। বিএনপির রাজনীতি অপরাজনীতি ও আধিপত্যবাদের বিরুদ্ধে।
বুধবার (১৯ মার্চ) লালখান বাজার ওয়ার্ড যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, পতিত ফ্যাসিস্ট সরকার রাজনীতির নামে দেশে সন্ত্রাসীর রাম রাজত্ব কায়েম করেছিল।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান আলম, খুলশী থানা স্বেচ্ছাসেবক দল নেতা মো. জাহাঙ্গীর আলম, লালখান বাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা মো. শাহজাহান, জিয়া উদ্দিন রনি, খুলশী থানা যুবদল নেতা জহিরুল ইসলাম, মুহাম্মদ সুমন মিয়া সুমন, মো. সাইফুল ইসলাম, খুলশী থানা ছাত্রদলের সদস্য সচিব নুর আলম সোহাগ, ওয়ার্ড ছাত্রদল নেতা আকাশ, মো. ইয়াসিন, মো. নেহাল, মো. শান্ত প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫
পিডি/টিসি