ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ভেসে উঠলো সাম্পান মাঝির মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৪, এপ্রিল ১১, ২০২৫
ভেসে উঠলো সাম্পান মাঝির মরদেহ ...

চট্টগ্রাম: কর্ণফুলী নদীতে নিখোঁজ সাম্পান মাঝি জাবেদ আহমেদ (৪৫) এর মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ।  

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ১০টার দিকে কর্ণফুলী নদীর বোয়ালখালী হামির চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জাবেদ আহমেদ কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দানু মেম্বার বাড়ির মৃত শরীফ আলীর পুত্র। তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

 

গত ৯ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে জাহাজের সঙ্গে নোঙর করা ইঞ্জিনচালিত কাঠের নৌকা ছুটে গেলে সেটি আটকাতে নদীতে ঝাঁপ দেন মাঝি জাবেদ। এরপর নৌ-পুলিশ ও স্বজনরা নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার হদিস পায়নি। অবশেষে একই স্থানে তার মরদেহ ভেসে ওঠে।

সদরঘাট নৌ থানার ইনচার্জ মো. একরামুল হক বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। স্বজনদের অভিযোগ না থাকলে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হবে।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৫
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।