চট্টগ্রাম: জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত করতে হলে অবিলম্বে জামায়াত সহ রাজনৈতিক দলগুলোর ঘোষিত জাতীয় দাবিগুলো মেনে নিয়ে নির্বাচন আয়োজন করতে হবে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম-১৬ বাঁশখালী সংসদীয় আসন নিয়ে নগরে অবস্থানরত সদস্যদের (রুকন) নিয়ে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ একটা সুন্দর, সুষ্ঠু ও অংশগ্রহণ মুলক নির্বাচন চায়। এইজন্য পিআর পদ্ধতি খুবই চমৎকার ব্যবস্থা।
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ও সংসদীয় আসনের পরিচালক অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম, দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম-১৬ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জহিরুল ইসলাম।
নগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির নজরুল ইসলাম বলেন, আগামী নির্বাচনে অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জহিরুল ইসলামকে বিজয়ী করতে আমাদের সবাইকে ময়দানে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে দাঁড়িপাল্লার পক্ষে জনমত গঠন করে আগামীর কাংখিত বাংলাদেশ গড়ার জন্য সমর্থন আদায় করে নিতে হবে। লক্ষ্যে পৌঁছানোর জন্য সবাই আর্থিক কুরবানি সহ কঠোর পরিশ্রম করতে হবে।
দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী বলেন, দুই শহীদের রক্তস্নাত শহীদি ময়দান বাঁশখালীকে আগামী নির্বাচনে ইসলামের জন্য বিজয়ী ময়দানে পরিণত করতে হবে। ইসলামী আন্দোলনের বিরুদ্ধে পরিচালিত সকল ষড়যন্ত্র ও মিথ্যা প্রপাগান্ডা রাজনৈতিক ও নৈতিকভাবে মোকাবেলা করার সক্ষমতা অর্জন করতে হবে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও আসন কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ আবু নাছেরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল, চট্টগ্রাম মহানগরী শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন ও সাবেক ছাত্রনেতা হামেদ হাসান ইলাহী, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আরেফে জামী, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তাফা, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ জাকের হোসাইন, পাহাড়তলী থানা জামায়াতের আমির মাওলানা নুরুল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি মোখতার হোসাইন সিকদার, বাঁশখালী উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন, বায়েজিদ থানা জামায়াতের নায়েবে আমীর মাওলানা ফজলুল কাদের, মাওলানা মুহাম্মদ মফিজুল হক, সাদুর রশিদ, বেলাল হাসান, মাওলানা আহসান উল্লাহ প্রমুখ।
বিই/পিডি/টিসি