ঢাকা, বুধবার, ২ বৈশাখ ১৪৩২, ১৬ এপ্রিল ২০২৫, ১৭ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নববর্ষকে বরণ করতে চবিতে বর্ণাঢ্য আয়োজন 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৫
নববর্ষকে বরণ করতে চবিতে বর্ণাঢ্য আয়োজন  ...

চট্টগ্রাম: বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দকে বরণ করে নিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও ছিল বর্ষবরণের আয়োজন। লোকজ ঐতিহ্য তুলে ধরতে ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় পুতুল নাচ, বৌচি ও কাবাডি খেলা।

 

সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে আয়োজন করা হয় এসব ইভেন্ট। এর আগে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় জিরো পয়েন্ট থেকে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি।

 

এতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. ইয়াহিয়া আখতার। এসময় সঙ্গে ছিলেন উপ উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান ও উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দীন।

পরে বিশ্ববিদ্যালয়ের জারুল তলায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বিকেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।  

এদিকে, বেলা গড়াতেই চবির পহেলা বৈশাখের আয়োজন রূপ নিয়েছে উৎসবে। লাল-সাদা রঙের শাড়ি ও পাঞ্জাবিতে সেজেছে শিক্ষার্থী ও দর্শনার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও আশপাশের এলাকার মানুষের অংশগ্রহণ বৈশাখ আয়োজনকে অন্যমাত্রায় নিয়ে গেছে।   
 
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বাংলানিউজকে বলেন, নববর্ষ উদযাপনে নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কাজ করছে সাদা পোশাকের পুলিশ। সন্ধ্যার আগেই নববর্ষের আয়োজন শেষ করার নির্দেশনা রয়েছে। নির্ধারিত সময়েই আমাদের এ আয়োজন শেষ হবে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৫
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।