চট্টগ্রাম: আবাসন কোম্পানি সিপিডিএল’র দুই দশক পূর্তি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) ফয়’স লেক রোডে অবস্থিত গ্যালেরিয়ার এম্বায়েন্স হলে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
দিনব্যাপী এই মিলনমেলায় ছিল ঐতিহ্যবাহী পিঠা ও মুখরোচক খাবার, মজাদার নানান ধরনের গেইম শো, সাবলীল সাংস্কৃতিক পরিবেশনা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা, ম্যাজিক শো, চমকপ্রদ ডিনার-সহ আনন্দঘন নানান মুহূর্ত।
অনুষ্ঠানে বিশেষ সম্মাননা জানানো হয় সিপিডিএল পরিবারের সেই প্রবীণ সদস্যদের, যাঁদের নিরলস পরিশ্রম ও অবদান CPDL-এর শক্ত ভিত্তি নির্মাণে রেখেছে অনন্য ভূমিকা।
২০০৪ সালে যাত্রা শুরু করে সিপিডিএল। আজ শুধুই একটি প্রতিষ্ঠানের নাম নয়, এটি একটি পরিবার। এই দুই দশকের পথচলায় যারা পাশে ছিলেন এবং আছেন-তাদের সবাইকে একসাথে নিয়ে মিলিত হওয়ার এই প্রয়াস ছিল একটি আন্তরিক অভিব্যক্তি।
বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৫
এমআর/টিসি