ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

মিডফোর্ডে বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রামে জামায়াতের বিক্ষোভ

স্টাফ করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪৮, জুলাই ১২, ২০২৫
মিডফোর্ডে বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রামে জামায়াতের বিক্ষোভ

দেশব্যাপী হত্যাকাণ্ড চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে, খুনিদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তি দাবি এবং চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী চকবাজার, চান্দগাঁও, পাঁচলাইশ এবং আকবরশাহ থানা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

চকবাজার থানা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ:  জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী চকবাজার থানার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ।

চকবাজার থানা আমির আহমদ খালেদুল আনোয়ারের সভাপতিত্বে ও সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্র শিবিরের চট্টগ্রাম উত্তরের সেক্রেটারির মোমিনুল হক, চকবাজার থানা নায়েবে আমির, আবদুল হান্নান, চকবাজার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ আনোয়ার হোসেন, চকবাজার থানা ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসেন, থানা কর্মপরিষদ সদস্য শহীদুল্লাহ, মোহাম্মদ আব্দুল রাকিব, মোহাম্মদ ইলিয়াছ, এরশাদুল ইসলাম প্রমুখ।  

নেতৃবৃন্দ বলেন- ফ্যাসিবাদ তাড়িয়ে ৩৬ শে জুলাইয়ের মাধ্যমে দেশের মুক্তিকামী জনতা একটি নতুন বাংলাদেশ পেয়েছে।

এই নতুন বাংলাদেশে জনগণ আর কোনো খুনী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বরদাশত করবে না। অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করেত হবে।

চান্দগাঁও থানা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সামবেশ: চান্দগাঁও থানা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও  সমাবেশে প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মোহাম্মদ ইউনূছ। উক্ত সমাবেশ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চান্দগাঁও থানা জামায়াতের সভাপতি মোহাম্মদ  ইসমাইল, নায়েবে আমির অধ্যাপক জসিম উদ্দিন, সেক্রেটারি জসিম উদ্দিন সরকার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ওমর গণি, আজাদ চৌধুরী প্রমুখ।

পাঁচলাইশ থানা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ: পাঁচলাইশ থানা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশে জামায়াতের ৮নং শুলকবহর ওয়ার্ড আমীর তৌহিদ আজাদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পাঁচলাইশ থানা জামায়াতের আমির মাহবুবুল হাসান রুমী। বক্তব্য রাখেন- থানা কর্মপরিষদ সদস্য জাহান উদ্দীন, মাওলানা আব্দুর রহিম, আজিজুল হক, সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি বশির আহমদ, উসমান গনি বাবলু, ৭নং কাউন্সিলর প্রার্থী আনিছুর রহমান চৌধুরী। সমাবেশে নেতৃবৃন্দ বলেন- সংস্কার ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। আর যদি সরকারের ইচ্ছানুযায়ী যদি নির্বাচন হয়, তবে তা ফ্যাসিবাদী শাসনের প্রতিফলন ঘটাবে। যার পূর্বাভাস ইতোমধ্যেই জনগণ দেখতে পাচ্ছে।

ডবলমুরিং থানা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ: জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- চট্টগ্রাম মহানগরী জামায়াতের মজলিসে শূরার সদস্য ও ডবলমুরিং থানার আমীর মো. ফারুকে আযম। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ২৩ নং উত্তর পাঠানটুলী ওয়ার্ডের আমীর আব্দুর রহিম মোল্লাহ, ২৭ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের আমির মুজিবুর রহমান, ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের সেক্রেটারি মাকসুদুর রহমান, ২৩ নং উত্তর পাঠানটুলী ওয়ার্ডের সেক্রেটারি আব্দুল কাদের, ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের শুরা ও কর্মপরিষদ সদস্য মীর হোসেন প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন- যারা এ দেশে বর্বরোচিত কায়দায় মানুষ হত্যা, খুন ধর্ষণ ও সন্ত্রাসী কর্মকাণ্ড করছে আগামী দিনের বাংলাদেশ হাতে তুলে দিবে না জনগণ।

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।