চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয় পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশন (পিজা)-এর আহ্বায়ক কমিটির দায়িত্ব হস্তান্তর এবং প্রথম কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১২ জুলাই) বিকেল ৩টায় পিসিআইইউ জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (পিজা) আহ্বায়ক কমিটির আয়োজনে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) কোষাধ্যক্ষ অধ্যাপক ড. গণেশ চন্দ্র রায়। পিজা এডহক কমিটির আহ্বায়ক পার্থ প্রতীম নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিসিআইইউ-এর রেজিস্ট্রার ও পিজা নির্বাচন-২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার মো. ওবায়দুর রহমান, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান দিলরুবা আক্তার, পিসিআইইউ-এর পরীক্ষা নিয়ন্ত্রক মো. সেলিম হোসাইন এবং পিসিআইইউ-এর প্রক্টর মো. রাশেদ খান মিলন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. গণেশ চন্দ্র রায় বলেন, সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের জন্য চ্যালেঞ্জ সবসময়ই বেশি। ভুঁইফোঁড় সংবাদমাধ্যমের ভিড়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এই অ্যাসোসিয়েশন দেশ, জাতি ও সমাজের ইতিবাচক দিকগুলো তুলে ধরবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিসিআইইউ সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সিনিয়র লেকচারার প্রশান্ত কুমার শীল, লেকচারার আকিব উল ওয়াদুদ আলম, পিজা’র আহ্বায়ক কমিটির সদস্য সচিব সরওয়ার কামাল, অ্যালামনাই সদস্যবৃন্দ। উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক জুয়েল কুমার শীল, পিসিআইইউ মিডিয়াক্লাবের সদস্যগণ এবং বর্তমান শিক্ষার্থীরা।
পিজা’র প্রথম কার্যনির্বাহী কমিটির নির্বাচিতরা হলেন, সভাপতি মুহাম্মদ ইমরান বিন ছবুর, সাধারণ সম্পাদক সারোয়ার আহমদ, সিনিয়র সহ-সভাপতি তাপস বড়ুয়া, সহ-সভাপতি মিশু পাল, যুগ্ম সম্পাদক ইব্রাহীম জুলহাজ নীল, অর্থ সম্পাদক মো. সাখাওয়াত আলম (রিমন), সাংগঠনিক সম্পাদক তোফায়েলুর রহমান, প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক আনোয়ার হোসাইন, সদস্যপদ বিষয়ক সম্পাদক, মো. নাহিদুল ইসলাম, সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেবাশীষ চক্রবর্তী, নির্বাহী সদস্য শারমিন আক্তার, একরামুল হক শামীম এবং জোবায়ের উল্লাহ (সারজিল)।
এমএম