ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

করোনা আক্রান্ত নারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৯, জুন ২৮, ২০২৫
করোনা আক্রান্ত নারীর মৃত্যু ...

চট্টগ্রাম: করোনাভাইরাস আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে সালেহা বেগম (৪০) নামের একজনের মৃত্যু হয়েছে।  

শুক্রবার (২৭ জুন) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

করোনা আক্রান্ত হওয়ার আগে তিনি হৃদরোগসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। সালেহা বেগমের বাড়ি মীরসরাই উপজেলায়।

শনিবার (২৮ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়।  

প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৪ জন নগরের এবং ২ জন উপজেলার বাসিন্দা। শেভরন ডায়াগনস্টিক সেন্টারে ৪ জন এবং এভারকেয়ার হাসপাতালে ২ জনের করোনা শনাক্ত হয়।

চট্টগ্রামে করোনায় এ মাসে মৃত্যু হয়েছে ৭ জনের। মোট করোনা শনাক্ত হয়েছে ১৩০ জনের।  

এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।