ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

টিয়ারশেলে ছাত্রের মৃত্যু

হাছান-নওফেলসহ ৯১ জনের বিরুদ্ধে হত্যা মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪৮, জুলাই ১, ২০২৫
হাছান-নওফেলসহ ৯১ জনের বিরুদ্ধে হত্যা মামলা হাছান মাহমুদ ও মহিবুল হাসান চৌধুরী নওফেল

চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড়ে ছাত্র বিক্ষোভে পুলিশের টিয়ারশেলে আহত বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র কাউসার মাহমুদের (২২) মৃত্যুর ঘটনায় সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ৯১ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে নিহতের বাবা মো. আব্দুল মোতালেব কোতোয়ালী থানায় মামলাটি (নম্বর ৩) দায়ের করেন।

 

মামলার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, নজিবুল বশর মাইজভাণ্ডারী, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন ও রেজাউল করিম, সাবেক সিডিএ চেয়ারম্যান আব্দুচ ছালাম প্রমুখ। অজ্ঞাতনামা আরও ২০০-২৫০ জনকে আসামি করা হয়েছে।

এজাহারে বলা হয়, কাউসার মাহমুদ গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে পুলিশের ছোড়া টিয়ারশেলে গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে ভর্তি থেকে ১৩ অক্টোবর ঢাকায় সিএমএইচে মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে কোতোয়ালী থানার ওসি তদন্ত বাংলানিউজকে বলেন, শুধু এজাহারের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। তদন্ত করে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।  

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।