ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম কারাগারে হাজতির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৯, অক্টোবর ১৩, ২০২৫
চট্টগ্রাম কারাগারে হাজতির মৃত্যু

চট্টগ্রাম: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আবুল কালাম (৩৪) নামের এক হাজতির মৃত্যু হয়েছে।  

সোমবার (১৩ অক্টোবর) ভোরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ  (চমেক) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

আবু কালাম, কিশোরগঞ্জ জেলার আস্টগ্রাম  উপজেলার বাদশালা এলাকার লায়েস মিয়ার ছেলে।  

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বাংলানিউজকে বলেন, রোববার রাতে কারাগারে আবুল কালাম অসুস্থ হলে প্রথমে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়।

পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে চমেক হাসপাতাল সূত্রে জানা যায়, আবুল কালামকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে রোববার দিবাগত রাত সোয়া দুইটার দিকে চমেক হাসপাতালে আনা হয়। চমেক হাসপাতাল আনার আগে পথে আবুল কালামের মৃত্যু হয়। চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনার আগে আবুল কালামের মৃত্যু হয়।

এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।