ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

শিশুকে যৌন হয়রানির অভিযোগ, গ্রেপ্তার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫১, অক্টোবর ১৩, ২০২৫
শিশুকে যৌন হয়রানির অভিযোগ, গ্রেপ্তার ১ প্রতীকী ছবি

চট্টগ্রাম: পটিয়া উপজেলায় ৭ বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পিতা জামাল উদ্দিন।

সোমবার (১৩ অক্টোবর) সকালে পটিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি নথিভুক্ত হয়।

মামলার পরপরই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তিনি পটিয়া থানাধীন কোলাগাঁও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লাখেরা এলাকার বাসিন্দা।

মামলার এজাহার উল্লেখ করা হয়, গেল শনিবার (১১ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে ভুক্তভোগী শিশুটি তার বান্ধবীর সঙ্গে খেলার সময় প্রতিবেশী দিদার আহাম্মদ প্রকাশ দিলদারের (৫২) দোকানের সামনে ছিল। অভিযুক্ত দিলদার ওই শিশুকে খেলার জিনিস দেওয়ার প্রলোভন দেখিয়ে তার দোকানের ভেতরে নিয়ে যায়।

ভুক্তভোগীর বাবা জামাল অভিযোগ করে বলেন, দোকানের ভেতরে নিয়ে দিদার আহাম্মদ প্রকাশ দিলদার তাঁর মেয়ের পরিহিত জামা ও হাফ প্যান্টের ওপর দিয়ে স্পর্শকাতর স্থানসহ শরীরের বিভিন্ন অংশে হাত দিয়ে যৌন কামনা চরিতার্থ করার চেষ্টা করে। পরে শিশুটি বাড়িতে ফিরে তার বাবা-মাকে কান্নাবিজড়িত কণ্ঠে ঘটনাটি জানালে তারা বিষয়টি নিশ্চিত হন এবং থানায় মামলা দায়েরের সিদ্ধান্ত নেন। এ ঘটনায় ভিকটিমের বাবা মো. জামাল বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরপরই অভিযুক্ত দিলদারকে গ্রেপ্তার করে থানা পুলিশ।  

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বাংলানিউজকে বলেন, অভিযোগ পাওয়ার পরপরই আমরা অভিযুক্ত গ্রেপ্তার করি। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।