ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চাকসুতে আলোচনায় সুন্নি মতাদর্শের অহিংস শিক্ষার্থী ঐক্য প্যানেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১১, অক্টোবর ১৩, ২০২৫
চাকসুতে আলোচনায় সুন্নি মতাদর্শের অহিংস শিক্ষার্থী ঐক্য প্যানেল

চট্টগ্রাম: শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় মেতে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের প্রার্থীরা। ব্যস্ত সময় পার করেছেন তারা।

বিভিন্ন অঙ্গীকার আর প্রতিশ্রুতি দিয়ে শিক্ষার্থীদের মন জয় করার চেষ্টা করছেন প্রার্থীরা। চাকসু নির্বাচনে সাধারণ শিক্ষার্থীদের নজর কাড়ছেন সুফি মতাদর্শের অহিংস ঐক্য প্যানেলের প্রার্থীরা।

সাধারণ শিক্ষার্থীদের মাঝে অহিংস শিক্ষার্থী ঐক্য মনোনীত পূর্ণাঙ্গ প্যানেলে প্রার্থীদের প্রচারণা বেশ সাড়া ফেলেছে। প্রার্থীরাও ভোট চেয়ে সাধারণ শিক্ষার্থীদের দ্বারে দ্বারে ঘুরছেন।  

সরজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বর ও বুদ্ধিজীবী চত্বরে প্যানেলের প্রার্থীরা প্রচারণা চালান। এতে অংশ নেন অহিংস শিক্ষার্থী ঐক্য মনোনীত পূর্ণাঙ্গ প্যানেলে ভিপি পদপ্রার্থী মুহাম্মদ ফরহাদুল ইসলাম এবং এজিএস পদপ্রার্থী শহীদুল ইসলাম শাহেদ। এ সময় উপস্থিত ছিলেন প্যানেলের অন্যান্য সম্পাদকীয় পদের প্রার্থীরা।

প্যানেলের ভিপি পদপ্রার্থী মুহাম্মদ ফরহাদুল ইসলাম বলেন, সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে আমরা চাকসু নির্বাচনে অংশ নিয়েছি। আমরা চাই সাধারণ শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করুক। শেষ মুহূর্তে আমরা সাধারণ শিক্ষার্থীদের মাঝে প্রচারণা চালিয়ে বেশ সাড়া পাচ্ছি। আশাকরি একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে।  

প্যানেলের নির্বাহী সদস্য পদপ্রার্থী মুহাম্মদ সাব্বির রহমান বলেন, আমরা সবার কাছে পৌঁছানোর চেষ্টা করতেছি। আশা করি সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচনে জয়যুক্ত করবেন।

এর আগে, ৯ অক্টোবর সহিংসতা বিরোধী মূল্যবোধকে ধারণ করে ১৬ দফা ইস্তেহার ঘোষণা করেছে অহিংস শিক্ষার্থী ঐক্য প্যানেল। বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত এবং শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশে তৈরির লক্ষ্যে ১৬ দফা ইশতেহার ঘোষণা করা হয়।

চাকসু নির্বাচনকে নিয়মিত করতে এটিকে কার্যকর একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা, শিক্ষার্থী পরিচয়ে বৈষম্যমূলক নীতি পরিহার, ক্যাম্পাসে দলীয় আধিপত্য বিস্তার ও দখলদারিত্ব রোধ করা, মানসম্মত শিক্ষা ও ইনসাফপূর্ণ ফলাফল নিশ্চিত করতে শিক্ষক মূল্যায়ন, শাটলের শিডিউল বৃদ্ধি,  প্রত্যেক শিক্ষার্থীর আবাসন নিশ্চিত করতে নতুন হল নির্মাণ, খাবারের মানে রেটিং সিস্টেম চালু,  নারীদের জন্য সার্বিক নিরাপত্তা নিশিত করা, সার্টিফিকেট ও অন্যান্য কাগজপত্র বিনা ফিতে সংশোধন, চাকসু ভবনে কম্পিউটার ল্যাব স্থাপন, ক্যাম্পাস এলাকার প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা বুথ ও নিরবচ্ছিন্ন ওয়াই-ফাই জোন স্থাপন, মেধাভিত্তিক বৃত্তির সংখ্যা ও অর্থ বৃদ্ধি, আর্থিকভাবে অসচ্ছল ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদেরকে প্রয়োজনীয় সহায়তা প্রদান, অ্যাম্বুলেন্স সেবা বৃদ্ধি ও দ্রুতকরণ, কেন্দ্রীয় খেলার মাঠের পাশাপাশি সবগুলো হলের মাঠ সংস্কারপূর্বক নিয়মিত খেলাধুলা আয়োজন, হতাশা, দুশ্চিন্তা ও মানসিক অস্থিরতা দূরীকরণে অভিজ্ঞ সাইকোলজিস্টের মাধ্যমে নিয়মিত কাউন্সিলিং এর ব্যবস্থা করা। এবং ‘অহিংস শিক্ষার্থী ঐক্য’ প্যানেলকে নির্বাচিত করলে মাসিক প্রতিবেদন প্রকাশের মাধ্যমে শিক্ষার্থীদের নিকট প্রত্যেক প্রতিনিধির জবাবদিহিতা নিশ্চিত করা হবে, ইনশাআল্লাহ।

গত ২১ সেপ্টম্বর দুপুর ১ টায় চবির বুদ্ধিজীবী চত্বরে ‘অহিংস শিক্ষার্থী ঐক্য’ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়। প্যানেলের সম্পাদকীয় পদে নির্বাচনে অংশ নিবেন খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে খায়রুল আমীন হৃদয়, সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদকঃ মুহাম্মদ ফয়সাল হোসেন, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে মুহাম্মদ এহছানুল হক, সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে মুহাম্মদ ইমরান হোসেন, দপ্তর সম্পাদক পদে এস এম আলী হোসাইন জিসান, সহ-দপ্তর সম্পাদক পদে মুহাম্মদ ইব্রাহীম রুবেল, সমাজসেবা ও পরিবেশ সম্পাদক পদে জাকিয়া সুলতানা, গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক পদে মুরিদুল হাসান মুরাদ, বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে সৈয়দা সুরাইয়া হোসাইন, ছাত্রীকল্যাণ বিষয়ক সম্পাদক পদে জান্নাতুন নাঈম খুকি, সহ-ছাত্রীকল্যাণ বিষয়ক সম্পাদক পদে মিফতাহুল জান্নাত, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে মুহাম্মদ তারেক হাসান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে মুহাম্মদ জহির উদ্দীন, ক্যারিয়ার ডেভেলাপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে জুলহাসনাঈন সায়েম, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে ইসমাইল ফাহিম, সহ- যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে মুহাম্মদ আল-মামুন, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে মুহাম্মদ ইমাম হোসাইন, পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে মোহাইমিনুল কবির। চাকসুতে নির্বাহী সদস্য পদে দৌলতুল ইসলাম সাকলাইন, তাউছিফুর রহমান, হানিফ ইসলাম, মুহাম্মদ সাইদুল ইসলাম এবং মুহাম্মদ সাব্বির রহমান নির্বাচনে অংশ নিবেন।

বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।