ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

৬ বছরে সিজেকেএসের সুইমিং পুলে সাঁতার শিখেছে ৪০ হাজার জন

সোহেল সরওয়ার, সিনিয়র ফটো করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০১, জুলাই ১৪, ২০২৫
৬ বছরে সিজেকেএসের সুইমিং পুলে সাঁতার শিখেছে ৪০ হাজার জন ...

চট্টগ্রাম: ইট পাথরের নগরে শিশু-কিশোরদের সাঁতার শেখার সুযোগ নেই। শুধু শিশুরাই নয়, নগরজীবনে বড়দের অনেকেও সাঁতার জানেন না।

গত ২০১৯ সালে চট্টগ্রামে সাঁতার শেখার সেই স্বপ্ন পূরণ করে আউটার স্টেডিয়ামে নির্মিত চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস)  সুইমিং পুল। চট্টগ্রামের আন্তর্জাতিক মানের এই সুইমিং পুলে শিশু-কিশোর মিলে এ যাবৎ ৪০ হাজার নগরবাসী সাঁতার শিখেছেন।
পাশাপাশি ক্রীড়া সংস্থার সাঁতারুরা নিয়মিত অনুশীলন করতে পারেন। আর এ সুযোগের জন্য নিয়মিতভাবে চট্টগ্রাম জেলা থেকে বিভিন্ন প্রতিযোগিতায় সাঁতারুরা প্রতিনিধিত্ব করতে পারছেন।

নগরে পুকুর-দীঘির অধিকাংশই ভরাট হয়ে গেছে। যেগুলো রয়েছে সেগুলোরও পরিকল্পিত ব্যবস্থাপনা নেই। বর্ষা মৌসুমে প্রবল বৃষ্টিতে ডুবে যায় নিচু এলাকা। পানি এমনই প্রবাহিত হয় যে, সড়ক আর ড্রেন আলাদা করে কঠিন হয়ে পড়ে। তাছাড়া সাঁতার না জানা শিশুদের নিয়ে শহরের বাইরে যাওয়া অভিভাবকরাও সবর্দা থাকেন উদ্বিগ্ন। সাম্প্রতিক সময়ে নদীতে ও সাগরে জোয়ারের পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে। তাই এ সুইমিং পুলে অভিবাবকরা তাদের সন্তাদের সাঁতার শিখাতে আগ্রহী হচ্ছেন।

সুইমিং পুলের প্রশিক্ষক দীন-উল-ইসলাম জানান, প্রতিদিন ঘন্টা হিসেবে দুটি সেশনে ভাগ করে সকালে পাঁচটি সেশন বিকালে পাঁচটি সেশন ভাগ করে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পুলে সাঁতার শেখানো হচ্ছে। দুপুরে ২ ঘন্টা বিরতি থাকবে। সাঁতার শিখতে আগ্রহীরা সিজেকেএস অফিস থেকে নির্ধারিত একটি ফরমে ৩ হাজার ১০০ টাকা ফি দিয়ে নিবন্ধিত হতে হবে। এরপর নিবন্ধিতরা একঘন্টা করে মোট ১৬ দিন সাঁতার কাটতে পারবে। মেয়েদের জন্য আছে মহিলা ট্রেনার। সম্পূর্ণ আলাদা ব্যবস্থাপনায় তারা সাঁতার প্রশিক্ষণ নিচ্ছেন।

সিজেকেএস অ্যাডহক কমিটির সদস্য আরিফ মঈনুদ্দিন বাংলানিউজকে বলেন, এ সুইমিং পুলে নিয়মিত সাঁতার শেখানো হয়। গত ৬ বছরে শুধু প্রশিক্ষণার্থীই বাড়েনি সিজেকেএসের ফান্ডে বড় একটি রাজস্বও এসেছে। আমরা এ সুইমিং পুলের সুযোগ সুবিধা আরও বাড়ানোর পরিকল্পনা করছি। সেইসঙ্গে প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্নদের ফ্রি কোর্স আছে সেটার সক্ষমতা বাড়ানোর জন্য চেষ্টা করছি।

এসএস/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।