চট্টগ্রাম: ফটিকছড়ির বিবিরহাটে ছেলের মোটরসাইকেল দুর্ঘটনার খবর পেয়ে হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন অসুস্থ মা।
শুক্রবার (১৮ জুলাই) রাতে হাটহাজারীর সরকারহাটে একটি ক্লিনিকে মারা যান মা হাসিনা খাতুন (৫০)।
এর আগে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত হন গ্রিল ওয়ার্কশপের কর্মচারী ওবায়দুল্লাহ (২২) ও তার খালাতো ভাই সাইমন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১১টায় সিএনজি অটোরিকশাযোগে হাটহাজারীতে ডাক্তারের কাছে যাচ্ছিলেন হাসিনা খাতুন। তার ছেলে ওবায়দুল্লাহ মোটরসাইকেলে অটোরিকশার পেছনে ছিলেন। চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে আনোয়ার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা মালবাহী কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরসাইকেলের।
পারিবারিক সূত্রে জানা গেছে, হাসিনা খাতুনের দুই ছেলে। ওবায়দুল্লাহ দুই ভাইয়ের মধ্যে ছোট। তিনি পশ্চিম ভুজপুর ৪ নম্বর ওয়ার্ড মাওলানা জালালের বাড়ির মরহুম আহমদ ছাফার স্ত্রী।
ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং কাভার্ড ভ্যানটি (ঢাকা মেট্রো- ট ২৪৫১৮৭) জব্দ করা হয়েছে।
এমআর/টিসি