চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অরাজনৈতিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘বিপ্লবী ছাত্র ঐক্য’।
রোববার (৩ আগস্ট) দুপুরে চাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটির যাত্রা শুরু হয়।
সংগঠনটির আহ্বায়ক করা হয়েছে ইতিহাস বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী তাহসান হাবিবকে। সদস্য সচিব হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী তানিম মুশফিক।
কমিটিতে আরও রয়েছেন—সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুবায়ের হোসেন সোহাগ, যুগ্ম আহ্বায়ক (দপ্তর) নূরন্নবী সোহান, যুগ্ম সদস্য সচিব এসএইচ সোহেল এবং মূখ্য সংগঠক মশিউর রহমান সোহাগ। সংগঠক হিসেবে যুক্ত আছেন– নূর ইকবাল সানি, উৎস মাহমুদ, শাকিবুর রহমান, ইশরাত জাহান ইয়ামিন, ত্বন্দ্বী চৌধুরী, মালিহা চৌধুরী, রাতুল বিন হোসাইন এবং আশিক।
সংগঠনের ঘোষণাপত্রে বলা হয়— শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত, শোষণ-বৈষম্যের বিরুদ্ধে প্রতিরোধ এবং শিক্ষার্থীদের ন্যায়ভিত্তিক অধিকার আদায়ে কাজ করবে বিপ্লবী ছাত্র ঐক্য।
কর্মসূচির মধ্যে রয়েছে— বুদ্ধিবৃত্তিক ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, সেমিনার ও পাঠচক্র আয়োজন, পরিবেশ বিষয়ে কর্মসূচি এবং শিক্ষার্থীদের দাবি আদায়ে সাংগঠনিক তৎপরতা।
আত্মপ্রকাশের কারণ হিসেবে আহ্বায়ক তাহসান হাবিব বলেন, আমরা স্বৈরাচারী আমলে ছাত্র রাজনীতির ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে এসেছি। যদিও আমি একে ছাত্র রাজনীতি বলতে চাই না। ২০২৪-এর গণঅভ্যুত্থানের পর আমরা চেয়েছিলাম ক্যাম্পাসগুলোকে লেজুড়বৃত্তিক রাজনীতি মুক্ত করতে। কিন্তু আজও শিক্ষার্থীদের দাবিতে লড়ার মতো নির্ভরযোগ্য অরাজনৈতিক প্ল্যাটফর্ম নেই। সেই শূন্যতা থেকেই বিপ্লবী ছাত্র ঐক্যর যাত্রা।
এমএ/পিডি/টিসি