ঢাকা, বুধবার, ৬ কার্তিক ১৪৩২, ২২ অক্টোবর ২০২৫, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫৪, অক্টোবর ২১, ২০২৫
চট্টগ্রামে অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

পটিয়া উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি অস্ত্রসহ ২ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে পটিয়া পৌরসভার ডাকবাংলো টু হাইদগাঁও বিওসি রোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হয়েছেন— সাইদুল ইসলাম ফয়সাল (২৫) ও মো. সালাউদ্দিন (৩৬)। এর মধ্যে সাইদুল ইসলাম চট্টগ্রাম মহানগরের কোতোয়ালী থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি ও শিল্পাঞ্চল) মো. রাসেল বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানের সময় মোটরসাইকেলযোগে অস্ত্র পরিবহনের সময় সাইদুল ও সালাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে একটি বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় পটিয়া থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।