চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ করতে আগামী বৃহস্পতিবার নতুন ছয়টি ই-কার যুক্ত হচ্ছে। এ নিয়ে ক্যাম্পাসে মোট ইলেকট্রনিক গলফ কারের সংখ্যা দাঁড়াবে ১২টি।
মঙ্গলবার (২১ অক্টোবর) চবি উপ-উপাচার্যের (প্রশাসন) সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন, চাকসু প্রতিনিধি ও ‘গ্রীন ফিউচার ফাউন্ডেশন বাংলাদেশ’-এর মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. ইসহাক ভূঁঞা বলেন, দীর্ঘদিন ধরে ই-কারের স্বল্পতার কারণে শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ে গাড়ি না পেয়ে হেঁটে বা রিকশায় চলাচল করতে হচ্ছিল।
তিনি বলেন, আশা করি নতুন ই-কার আসলে শিক্ষার্থীদের ভোগান্তি কিছুটা হলেও কমবে ইনশাআল্লাহ। পরবর্তীতে চাহিদা অনুযায়ী আরও গাড়ি আনার উদ্যোগও নেওয়া হবে।
শিগগির ই-কারের পুনর্বিবেচিত ভাড়া কার্যকর করা হবে, যেখানে আগের তুলনায় ভাড়া কিছুটা কমানোর পরিকল্পনা রয়েছে।
এর আগে গত ১৯ আগস্ট পরীক্ষামূলকভাবে ছয়টি ই-কার চালু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এমএ/টিসি