চট্টগ্রাম: হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর হামলা এবং পুলিশের কাজে বাধা দানের অভিযোগে হাটহাজারী কলেজ শাখা শিবিরের সাবেক সভাপতি মো. রায়হানকে আটক করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) হাটহাজারী থানার ভেতর থেকে তাকে আটক করা হয়।
আটক মো. রায়হান (২৬), হাটহাজারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ফটিকা হাদী চৌধুরীর বাড়ির মো. আবুল কালামের ছেলে।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বাংলানিউজকে বলেন, হাটহাজারী থানার ভেতর পুলিশের ওপর আক্রমণ এবং পুলিশের কাজে বাধা দানের অভিযোগে হাটহাজারী কলেজ শাখার শিবিরের সাবেক সভাপতি মো. রায়হানকে আটক করা হয়েছে।
প্রসঙ্গত, হাটহাজারী উপজেলার আলিপুর রহমানিয়া স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী মুহাম্মদ তানভীরকে হত্যার ঘটনায় একই স্কুলের দশম শ্রেণির তিন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। আটকদের ছবি ও ভিডিও ধারণ করার সময় পুলিশ বাধা দেয়। এ সময় তিনি পুলিশের উপর হামলা করে এবং পুলিশের কাজে বাধা দেন। শিশু আইন ও হাইকোর্টের রায়ে বলা আছে, শিশুদের সংবাদ পরিবেশনের ক্ষেত্রে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। পরিচয় যাতে প্রকাশ না করা হয়। কারো যদি বয়স কম বেশি হয় সে বিষয়ে প্রশ্ন এলে সেটা আদালত নির্ধারণ করবে।
এমআই/পিডি/টিসি