ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সিআইইউতে সিটি আলো সার্টিফিকেশন প্রোগ্রাম ৪র্থ ব্যাচের ওরিয়েন্টেশন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৮, আগস্ট ১৪, ২০২৫
সিআইইউতে সিটি আলো সার্টিফিকেশন প্রোগ্রাম ৪র্থ ব্যাচের ওরিয়েন্টেশন ...

চট্টগ্রাম: নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন এবং উদ্যোক্তা হওয়ার পথে প্রাথমিক জ্ঞান ও দক্ষতা অর্জনে সহায়তার লক্ষ্যে সিটি ব্যাংক পিএলসির বিশেষ সেগমেন্ট ‘সিটি আলো সার্টিফিকেশন প্রোগ্রামের’ ৪র্থ ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্প্রতি চিটাগং ইন্ডিপেন্ডেন্ট  ইউনিভার্সিটিতে (সিআইইউ) অনুষ্ঠিত হয়েছে।  

বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এন্টারপ্রেনরশীপ, ইনোভেশন অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট (সিইআইএসডি) এর পরিচালক ও সিআইইউ বিজনেস স্কুলের অধ্যাপক ড. মোসলেহউদ্দিন চৌধুরী খালেদের সভাপতিত্বে আয়োজিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে সিটি ব্যাংক পিএলসির চট্টগ্রাম অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে বক্তারা নারীদের সৃজনশীল সত্তাকে বিকশিত করার পাশাপাশি তাদের স্বাবলম্বী হওয়ার জন্য উৎসাহ প্রদানের ওপর গুরুত্বারোপ করেন। সিইআইএসডি এর সহকারী পরিচালক মো. আশরাফুল হক ওরিয়েন্টেশন প্রোগ্রামে সার্বিক সহায়তা প্রদান করেন।

 

উল্লেখ্য, ২০২২ সাল থেকে অংশীদারিত্বে থাকা সিআইইউ ও সিটি ব্যাংক পিএলসি নারী উদ্যোক্তাদের সম্ভাবনাকে বৃদ্ধি ও তাদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে সিটি আলো সার্টিফিকেশন প্রোগ্রাম পরিচালনা করে আসছে।

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।