ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ৪৩তম সিন্ডিকেট সভা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৯, আগস্ট ১৪, ২০২৫
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ৪৩তম সিন্ডিকেট সভা  ...

চট্টগ্রাম: বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ৪৩তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে সিন্ডিকেটের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সিন্ডিকেট সদস্য ইঞ্জিনিয়ার আফছার উদ্দিন আহমদ।

সভায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মনোনীত সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ট্রেজারার অধ্যাপক প্রফেসর ড. হযরত আলী মিয়া, ফার্মেসি বিভাগে চেয়ারম্যান জাহেদ বিন রহিম, সিন্ডিকেট এর সদস্য সচিব ও ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার ড. এস এম শোয়েভ উপস্থিত ছিলেন। এছাড়া সিন্ডিকেটের অন্যান্য সদস্যরা ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন ।

 

সভায় ৪২তম সভার কার্যবিবরণী, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তসমূহ, ফাইন্যান্স কমিটির সিদ্ধান্তসমূহ, বিভিন্ন নিয়োগ ও পদোন্নতি সমূহের অনুমোদন প্রদান করা হয়। সভায় সদস্যরা  বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বিভিন্ন ক্ষেত্রে আরও মানোন্নয়নের জন্য মতামত দেন।  

সভার শুরুতে সিন্ডিকেট সদস্যরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক নবনিযুক্ত সম্মানিত সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. সুকোমল বড়ুয়াকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সিন্ডিকেটে চেয়ারম্যান এবং উপাচার্যের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে ৪৩তম সিন্ডিকেট সভা শেষ হয়।

পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।