চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে আগামী বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঘোষণা হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের তফসিল। নির্বাচন কমিশনের সব প্রস্তুতি শেষের পথে, শিগগিরই প্রকাশ পাবে নির্বাচনী আচরণবিধিও।
রোববার (২৪ আগস্ট) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চাকসু ভবনের দোতলায় আমরা নির্বাচন কমিশনের কার্যালয় স্থাপন করেছি।
কমিটির সদস্য সচিব ও শহীদ আব্দুর রব হলের প্রভোস্ট অধ্যাপক ড. একেএম আরিফুল হক সিদ্দিকী বলেন, সর্বশেষ ভর্তি হওয়া শিক্ষার্থীরাও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন। নির্বাচনী আচরণবিধির খসড়া প্রস্তুত হয়েছে। তফসিলও এ সপ্তাহেই ঘোষণা করা হবে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, শিক্ষার্থীদের দীর্ঘ ৩৪ বছরের প্রত্যাশার এই নির্বাচন আমরা আয়োজন করতে যাচ্ছি। সার্বিক প্রস্তুতি শেষ। বৃহস্পতিবারই ঘোষণা করা হবে তফসিল। শিগগিরই সবাই জানতে পারবেন কবে নির্বাচন অনুষ্ঠিত হবে।
চাকসুর প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন অধ্যাপক ড. মনির উদ্দিন। সদস্য সচিব অধ্যাপক ড. একেএম আরিফুল হক সিদ্দিকী। এছাড়া কমিশনের সদস্য হিসেবে রয়েছেন- ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মু. জাফর উল্লাহ তালুকদার, শামসুন নাহার হলের প্রভোস্ট অধ্যাপক ড. বেগম ইসমত আরা হক, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ ও অধ্যাপক ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ, মনোবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. রুমানা আক্তার, মেরিন সাইন্স ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম হোসেন হাবীব। কমিটির তত্ত্বাবধায়ক হিসেবে রয়েছেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।
এমএ/পিডি/টিসি