ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চন্দনাইশে সিলিন্ডারের দোকানে বিস্ফোরণ, ১০ শ্রমিক দগ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪১, সেপ্টেম্বর ১৭, ২০২৫
চন্দনাইশে সিলিন্ডারের দোকানে বিস্ফোরণ, ১০ শ্রমিক দগ্ধ ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার সীমান্তবর্তী চরপাড়া এলাকায় গ্যাস সিলিন্ডারের দোকানে বিস্ফোরণে ১০ জন দগ্ধ হয়েছেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে চরতি ইউনিয়নের ইউনুস মার্কেটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- দোকান মালিক মাহবুবুর রহমান (৪৫), মো. সৌরভ রহমান (২৫), মোহাম্মদ কফিল (২২), মোহাম্মদ রিয়াজ (১৭), মোহাম্মদ ইউনুস (২৬), মোহাম্মদ আকিব (১৭), মো. হারুন (২৯), মোহাম্মদ ইদ্রিস (৩০), মোহাম্মদ লিটন (২৮) ও মোহাম্মদ ছালে (৩৩)।  

এদের মধ্যে তিন-চারজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

চন্দনাইশ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাবের আহমেদ বাংলানিউজকে জানান, বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ১০ জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, দোকানে গ্যাস সিলিন্ডার আনলোড করা হচ্ছিল। এ সময় দুর্ঘটনা ঘটে।

এদিকে দগ্ধ ১০ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়।

চমেক হাসপাতালে বার্ন ইউনিটের চিকিৎসক ডা. মোহাম্মদ খালেদ বাংলানিউজকে জানান, ১০ জন দগ্ধ রোগী এসেছে। তাদের বেশিরভাগই শ্বাসনালী পোড়া। পাশাপাশি তাদের শরীরে ৪০-৭০ শতাংশ বার্ন রয়েছে।

দগ্ধদের দেখতে চমেক হাসপাতালে গেছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম। এসময় তিনি সাংবাদিকদের বলেন, দগ্ধদের বেশিরভাগেরই অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসা চলছে। যদি দগ্ধদের স্বজনরা উন্নত চিকিৎসার জন্য রোগীকে ঢাকায় নিতে চান তাহলে নিয়ে যেতে পারবেন।

এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।