চট্টগ্রাম: উৎসবমুখর পরিবেশে ও নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা উদযাপনে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সনাতনীদের পাশে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকালে নগরীর কাজির দেউড়ি জিয়া যাদুঘর মিলনায়তনে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে মহানগর পূজা উদযাপন পরিষদ, বিভিন্ন মন্দিরের প্রতিনিধি, ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, আমরা সবাই বাংলাদেশি উল্লেখ করে তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতনীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব। এই উৎসবে প্রাণে প্রাণ মিলে সকল সনাতনীদর।
মাহবুবের রহমান শামীম বলেন, সামনের জাতীয় নির্বাচনকে নিয়ে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। পতিত সরকার এবং যারা নির্বাচন চায় না তারা দুর্গাপূজাকে নিয়ে ষড়যন্ত্র করছে। ফলে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনোভাবে সাম্প্রদায়িক অপশক্তিকে সুযোগ দেওয়া হবে না। বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী বিএনপি সকল ধর্মের মানুষের নিরাপত্তা দিতে আমরা বদ্ধপরিকর। ধর্ম যার যার, নিরপত্তা পাওয়ার অধিকার সবার।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথ। বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সাধন ধর, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীন্টান কল্যাণ ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল, শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি অরুপ রতন চক্রবর্তী, সাংবাদিক প্রদীপ শীল, যুগ্ম সম্পাদক এড নটু কুমার চৌধুরী, পূজা বিষয়ক সম্পাদক রতন ঘেষ, অধ্যাপক অসীম দে, শ্যামল চৌধুরী, কোতোয়ালি থানার সভাপতি লিটন কুমার শীল, পাহাড়তলীর সভাপতি মিথুন সরকার, চকবাজার সভাপতি লিটন দাশ ইপ্তি, চান্দগাঁয়ের সাধারণ সম্পাদক সমীরণ দাশ, সদরঘাট থানার সভাপতি রাজীব নন্দী বাবু, আকবরশাহের সভাপতি দীপক দাশ, পতেঙ্গা থানার সভাপতি সৈকত মহাজন, খুলশী থানার সভাপতি দেবাষীষ মজুমদার, হালিশহর থানার সভাপতি লিটন দেবনাথ, অশোক দাশ ও প্রদীপ সেন প্রমুখ।
এমআই/পিডি/টিসি