চট্টগ্রাম: আর মাত্র কয়েকটা দিন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। মহালয়ায় দেবী দুর্গাকে মর্ত্যলোকে আহ্বান জানানো হয়েছে।
এবছর চট্টগ্রাম জেলায় প্রতিমা পূজামণ্ডপ এক হাজার ৫৮৫টি। এছাড়া ঘট পূজা হবে ৬১৭টি। মোট পূজামন্ডপের সংখ্যা ২ হাজার ২০২টি। ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী পূজার মধ্যে দিয়ে পাঁচদিনের দুর্গোৎসব শুরু হবে।
নগরের সদরঘাট, এনায়েত বাজার, দেওয়ানজীপুকুর পাড়, হাজারীগলিসহ বিভিন্ন শিল্পালয়ে গিয়ে দেখা যায়, দেবী দুর্গার সাথে তার বাহন সিংহসহ তৈরি করা হয়েছে মহিষাসুরের প্রতিমা। এছাড়াও দেবী লক্ষ্মী, সরস্বতী, দেব কার্তিক, গণেশ ও তাদের বাহন ইঁদুর, হাঁস ও ময়ূর, লক্ষীপেঁচা, সাথে শিবের প্রতিমা। এখন শিল্পীর রঙ-তুলির আঁচড়ে সাজছে প্রতিমা।
মৃৎশিল্পীরা জানান, নগর ও বিভিন্ন উপজেলার পূজামণ্ডপের প্রতিমা এসব শিল্পালয় থেকেই যাবে। এছাড়া বিভিন্ন মন্দিরেও প্রতিমা তৈরি হচ্ছে। পালা করে এসব কাজ করছেন তারা। শিল্পালয় থেকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে সব প্রতিমা মণ্ডপে চলে যাবে।
এরপর পালা দেবী দুর্গাসহ প্রতিমাগুলোর সাজসজ্জার। দুর্গাপূজায় শোলার গয়নার চাহিদা আজও রয়েছে ছুরি দিয়ে সূক্ষ্ম সূক্ষ্ম করে শোলা কেটে তার উপর বসে পুতি, চুমকি, স্টোন বসিয়ে তৈরি হচ্ছে প্রতিমার অঙ্গসজ্জার গয়না। দেবী দশভূজাকে সাজানোর জন্য বিভিন্ন রকমের শোলার সাজ তৈরির কাজ প্রায় শেষের পথে।
সদরঘাট এলাকার প্রদীপ শিল্পালয়ের সত্বাধিকারী শুভ দাশ বাংলানিউজকে বলেন, এবার ২২টির সেটের অর্ডার পেয়েছি। আমাদের দেবীর অঙ্গসজ্জার এ গয়নার সেট নগর, বিভিন্ন উপজেলা এবং রাঙামাটি, সিলেট, টাঙ্গাইলেও যাবে।
দেবী দুর্গা আসবেন, তাই মণ্ডপগুলোর সাজসজ্জার কাজও চলছে পুরোদমে। এছাড়া আনুষঙ্গিক পূজার উপকরণের কেনাকাটার ব্যস্ততা তো রয়েছে।
নন্দীরহাটের শ্রীশ্রী রাধাকৃষ্ণ জীউর মন্দির (ধর্মঘর) দুর্গাপূজা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক সুমন গোস্বামী বাংলানিউজকে বলেন, পূজা প্রস্তুতি পুরোদমে চলছে। শনিবারের (২৭ সেপ্টেম্বর) মধ্যেই মণ্ডপ তৈরি হয়ে যাবে। আশাকরছি নির্বিঘ্নে এবার দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।
এদিকে নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে পূজা মণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা বজায় রাখা, স্বেচ্ছাসেবক নিয়োগ, সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পুলিশের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিমা পূজামণ্ডপগুলোর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ৩৫৬টি ও গুরুত্বপূর্ণ ৭১৬টি হিসেবে চিহ্নিত করা হয়েছে। সিসি ক্যামেরা/আইপি ক্যামেরা থাকবে ১ হাজার ৪৪০টি পূজামণ্ডপে।
পিডি/টিসি