ঢাকা, বৃহস্পতিবার, ১ কার্তিক ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে: নিয়াজ খান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৯, অক্টোবর ১৬, ২০২৫
বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে: নিয়াজ খান ...

চট্টগ্রাম: মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে।  

সম্প্রতি ২৩ নম্বর পাঠানটুলী ওয়ার্ডে ৩১ দফা প্রচার কমিটির আয়োজনে সবার আগে বাংলাদেশ ও ৩১ দফা শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হলে এবং বিএনপির নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কোনও ষড়যন্ত্রই বিএনপির বিজয় ঠেকাতে পারবে না। বিএনপি এককভাবেই রাষ্ট্র ক্ষমতায় যেতে সক্ষম হবে।

আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দলের নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করতে হলে দলের নেতা-কর্মীদের আর ঘরে বসে থাকা চলবে না। নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত মাঠে ময়দানে ছড়িয়ে পড়তে হবে।  

‘প্রতিটি ঘরে ঘরে গিয়ে নির্বাচনের প্রচারণা চালাতে হবে। প্রতিটি ভোটারের কাছে গিয়ে বিএনপির ৩১ দফা তুলে ধরতে হবে। আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই ৩১ দফার দফার ভিত্তিতে সন্ত্রাস, হানাহানি ও ক্ষুধা দারিদ্রমুক্ত একটি বাংলাদেশ গড়ে তোলা হবে। চট্টগ্রামের প্রতিটি পাড়া মহল্লায় আমাদের নেতা তারেক রহমানের বার্তা নিয়ে ঘরে ঘরে যাবো’।  
জনগণকে যাতে মিথ্যার ফুলঝুরি দিয়ে কেউ বিভ্রান্ত করতে না পারে, সে ব্যাপারে প্রচার মঞ্চের কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান নিয়াজ মোহাম্মদ খান।

সভায় বক্তব্য দেন ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আকবর কবির ডিউক, মোজাহের খান, ডবলমুরিং থানা বিএনপি নেতা সুফি মো. ইব্রাহীম, আব্দুল করিম সেলিম, মো. ইসমাইল, আব্দুল নুর, আজিজুর রহমান ভুলু, জকির খান, নাছির, ঈসা খান, করিম খান, রহমত আলী, শরবত আলী, যুবদল নেতা ফারুক, মুরাদ, মাঈনউদ্দিন, সুমন, ওয়াসিম, বাপ্পী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল মাসুদ, দেলোয়ার, এছাক ও ছাত্রদল নেতা তাহাসিন।

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।