ঢাকা, বুধবার, ৬ কার্তিক ১৪৩২, ২২ অক্টোবর ২০২৫, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের নির্বাচন স্থগিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১৭, অক্টোবর ২২, ২০২৫
রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের নির্বাচন স্থগিত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের বুধবার (২২ অক্টোবর) অনুষ্ঠেয় নির্বাচন স্থগিত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রেড ক্রিসেন্ট নির্বাচনের প্রধান কমিশনার ও চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত।

 

এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, যুগ্ম জেলা জজ প্রথম আদালত, চট্টগ্রামের অপর মামলা নম্বর ২৫৭/২০২৫ এ প্রচারিত ২১ অক্টোবরের আদেশের অনুবলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের ২০২৫-২৭ মেয়াদের বুধবার অনুষ্ঠেয় ইউনিট কার্যনির্বাহী কমিটির নির্বাচন পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।  

এদিকে ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী মো. আছিফ চৌধুরী জানিয়েছেন, একটি কুচক্রী মহল নিশ্চিত পরাজয় জেনে নানাবিধ ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচন স্থগিতের নামে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটিকে অকার্যকর করার অপচেষ্টা করেছে।

আমরা সর্বস্তরের আজীবন সদস্য, শুভানুধ্যায়ী সহ অংশীজনের পক্ষ থেকে এ ধরনের হীন অপচেষ্টার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে এই  আদেশ প্রত্যাহার করে শিগগির নির্বাচনের পুনঃতারিখ ঘোষণার দাবি জানাচ্ছি।  

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।