ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

জেএসসি পরীক্ষায় চট্টগ্রাম বোর্ডে পাস ৮২.৯৩ শতাংশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
জেএসসি পরীক্ষায় চট্টগ্রাম বোর্ডে পাস ৮২.৯৩ শতাংশ কলেজিয়েট স্কুলের জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা। ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফল প্রকাশ করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৮২.৯৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৪১ জন শিক্ষার্থী।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন ফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষ নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ।

ডা. খাস্তগীর সরকারি  বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের উল্লাসতিনি জানান, এবার চট্টগ্রাম বোর্ডের অধীনে ১ হাজার ২৭৪টি বিদ্যালয়ের ২ লাখ ৮ হাজার ৯৬২ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিলো।

তবে পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ৫ হাজার ৮৭১ জন। এরমধ্যে পাস করেছে ১ লাখ ৭০ হাজার ৭৩৪ জন।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।