ঢাকা, বৃহস্পতিবার, ২০ চৈত্র ১৪৩১, ০৩ এপ্রিল ২০২৫, ০৪ শাওয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঈদের ছুটিতে জমজমাট রাজধানীর রেস্তোরাঁ-কফিশপ    

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৫
ঈদের ছুটিতে জমজমাট রাজধানীর রেস্তোরাঁ-কফিশপ    

ঢাকা: পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে রাজধানীদে যেমন চাপ বেড়েছে বিনোদন কেন্দ্রগুলোতে, তেমনি ভোজনবিলাসীরা ভিড় জমাচ্ছেন রাজধানীর বিভিন্ন রেস্তোরাঁয়।  

সংশ্লিষ্টরা বলছেন, ঈদের ছুটিতে রেস্তোরাঁগুলোতে ভোক্তাদের সমাগম বেড়েছে।

কফিশপ ও রেস্তোরাঁ ব্যবসায়ীরা বলছেন, ঈদের লম্বা ছুটিতে যারা ঢাকা ছাড়েননি, তারা পরিবার-পরিজন নিয়ে ক্যাফে বা রেঁস্তোরায় এসে ঈদ আনন্দ উপভোগ করছেন। এতে বিক্রি অনেক বেড়েছে।

বুধবার (২ এপ্রিল) রাজধানীর কয়েকটি কফিশপ ও রেস্তোরাঁয় গিয়ে ভোক্তা-অতিথিদের ভিড় দেখা গেল।  

মিরপুর-১২ নম্বর বাস স্ট্যান্ড সংলগ্ন ‘হাওয়া’ রেস্তোরাঁয় গিয়ে দেখা গেল রীতিমতো মানুষের ঢল। রেস্তোরাঁয় প্রবেশের জন্য লিফটের সামনে দীর্ঘলাইন। অনেকটা সমং দাঁড়িয়ে থেকে ভেতরে প্রবেশ করতে হচ্ছে ভোক্তাদের। এরপর ভেতরে আসন সংখ্যা কম ও ব্যস্ত থাকায় সুসজ্জিত ইন্টেরিয়র নকশার সামনে দাঁড়িয়ে ছবি তুলে সময় পার করতে দেখা যায় আগত অতিথিদের অনেককে।  

পল্লবী এলাকার স্থানীয় বাসিন্দা মো. আফজাল বলেন, ঈদ উপলক্ষে হাওয়া রেস্তোরাঁয় প্রচুর ভিড় বেড়েছে। রেস্তোরাঁয় প্রবেশ করতে হলে লিফটে উঠতে হয়। সেখানেই ১০ মিনিট লাইনে দাঁড়াতে হচ্ছে। এমনই ভিড় লেগে থাকছে দুপুর থেকে রাত পর্যন্ত। এদের খাবারের মান ভালো। খাবারের মান অনুযায়ী দাম অনেকটা সহনশীল।  

তিনি আরও বলেন, পরিবার নিয়ে ঈদের দ্বিতীয় দিনে দুপুরের খাবার খেতে গিয়েছিলাম হাওয়া রেস্তোরাঁয়। প্রচন্ড ভিড় থাকায় পরিবার নিয়ে পরবর্তীতে অন্য এক রেস্তোরাঁয় দুপুরের খাবার খেয়েছি। মিরপুরে বর্তমানে সবদিক থেকে এখন সেরা রেস্তোরাঁ ‘হাওয়া’।  

হওয়া রেস্তোরাঁর ম্যানেজার মো. মহিদুল ইসলাম জুয়েল বাংলানিউজকে বলেন, ঈদের কারণে আমাদের রেস্তোরাঁয় অতিথির আগমন বেড়েছে। এবারের ঈদে বেশি ছুটি থাকায় অতিথিরা আসছেন পরিবার নিয়ে। স্বাভাবিক দিনগুলোতে এরকম ভিড় থাকে না।  

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত ঈদের তুলনায় এবারের ঈদে অতিথি আগমন তুলনামূলক একটু কম। তাও খুব ভালো সাড়া পাচ্ছি আমরা। আমরা ফুডের কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করছি না। ফুড কোয়ালিটি অনুযায়ী মূল্য অতিথিদের সাধ্যের মধ্যেই আছে।  

মিরপুর-১২ নম্বরে কেএফসি রেস্তোরাঁয় গিয়ে দেখা যায় কিছুটা ভিন্ন চিত্র। ক্রেতা-ভোক্তাদের আনাগোনা রয়েছে, তবে উপচেপড়া ভিড় ছিল না সেখানে। এখানে আসা-যাওয়ার মধ্যেই ছিলেন অতিথিরা। অনেকে অর্ডার নিচ্ছিলেন। অনেকে বসে ছিলেন খাবারের অপেক্ষায়। টুকটাক সেলফিও তুলতে দেখা গেছে। পরিবার-পরিজন নিয়ে এসেছেন কেউ কেউ।  

এখানে আসা এক অতিথি মুক্তাদির হায়দার বলেন, আমি আসলে কেএফসির ফুডের কোয়ালিটি ও সাধের ভক্ত। আমি উপলক্ষ পেলেই পরিবার নিয়ে আসি এখানের খাবার উপভোগ করতে।  

মিরপুর-১২ নম্বর কেএফসি রেস্তোরাঁর ম্যানেজার বাংলানিউজকে বলেন, আমাদের অতিথিরা ভালো আসছেন। ঈদ উপলক্ষে একটু ভিড় বেড়েছে। এখন যেই ভিড় আছে ঈদের ছুটি শেষ হয়ে গেলে ভিড় আরো কমবে।

ঈদের ছুটিতে রেস্তোরাঁগুলোতে এতো ভিড় কারণ হিসেবে রেস্তোরাঁ ব্যবসায়ীরা মনে করেন, বাহারি খাবারের পাশাপাশি গ্রাহকদের আকৃষ্ট করতে আকর্ষণীয় অফার দিচ্ছে বিভিন্ন রেস্তোরাঁ-কফিশপ। তার ওপর আকর্ষণীয় ইন্টেরিয়র ডিজাইনে সঙ্গে ছবি তোলার আগ্রহ। এর সঙ্গে রয়েছে প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর উচ্ছ্বাস।  

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৫
এমএমআই/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।