জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে দুইটি ডিভিশন করে প্রজ্ঞাপন জারির বিরুদ্ধে দ্বিতীয় দফায় রোববার (১৮ মে) সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ছয় ঘণ্টা আবারও কলম বিরতি কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তবে আগের মতই আন্তর্জাতিক যাত্রীসেবা, রপ্তানি কার্যক্রম এবং জাতীয় বাজেট প্রণয়ন কার্যক্রম এই কর্মসূচির আওতামুক্ত থাকবে।
শনিবার (১৭ মে) বিকেলে শেরই বাংলানগরে এনবিআর-এর সামনে এ কলম বিরতি ঘোষণা করেন বোর্ডের কর্মকর্তা-কর্মচারী সংস্কার ঐক্য পরিষদ।
আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের অন্যতম নেতা নিপুন চাকমা বলেন, সরকারের সঙ্গে আলোচনা করে আমরা এই অচলাবস্থার নিরসন চাই। আমরা আশা করছি মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনায় সরকার আমাদের সঙ্গে আলোচনার জন্য বসবে এবং কোনো মিডিয়া মারফত আমরা আলোচনার খবর পাব। দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আলোচনার দরজা আমাদের পক্ষ থেকে সবসময়ই খোলা ছিল, আছে এবং থাকবে।
তিনি বলেন, আগামীকাল (রোববার) সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ছয় ঘণ্টা কলম বিরতি চলবে। কর্মসূচির মধ্যেই দুপুর ১২টায় ব্রিফিং অনুষ্ঠিত হবে। ওই ব্রিফিংয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
সদস্যদের স্বার্থরক্ষায় ব্যর্থ হওয়ায় বিসিএস আয়কর (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশন ও বিসিএস কাস্টমস অ্যান্ড ভ্যাট অ্যাসোসিয়েশনকে কর্মকর্তা ও কর্মচারীরা অকার্যকর ঘোষণা করেছেন বলে জানান নিপুন চাকমা।
তিনি বলেন, সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে বিসিএস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশনের অনির্বাচিত নির্বাহী কমিটিকে অবৈধ ও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, বিসিএস কাস্টমস অ্যান্ড ভ্যাট অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির প্রায় সব সদস্য পদত্যাগ করায় এটিও অকার্যকর হয়ে পড়েছে। সুতরাং, এই দুই অ্যাসোসিয়েশন এখন আর এই দুই ক্যাডার সার্ভিসের কর্মকর্তাদের প্রতিনিধিত্ব করে না। এমন অবস্থায়, বিলুপ্ত ও অকার্যকর এই দুই কমিটির নামে যে কোনো বক্তৃতা, বিবৃতি ব্যক্তিগত বলে গণ্য হবে।
জেডএ/এইচএ/