ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে জারিকৃত অধ্যাদেশ বাতিল না করা পর্যন্ত কলম বিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। একইসঙ্গে টেকসই রাজস্ব সংস্কারের দাবি এনবিআর কর্মকর্তাদের।
রোববার (১৮ মে) বিকেলে কলম বিরতি কর্মসূচি শেষে শের-ই-বাংলা নগরে এনবিআর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দিয়েছেন সংস্কার ঐক্য পরিষদের নেতারা।
নেতারা বলেন, রাজস্ব ব্যবস্থা সংস্কারের নামে একশ বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এনবিআরকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে। যেখানে দেশের রাজস্ব এজেন্সিকে সংস্কারের মাধ্যমে শক্তিশালী করা প্রয়োজন, সেখানে এটিকে বিলুপ্ত করে রাজস্ব কার্যক্রম পরিচালনার জন্য অর্থ মন্ত্রণালয়ে দুটি বিভাগ সৃষ্টি করা হচ্ছে, যা রাজস্ব ব্যবস্থাপনার আন্তর্জাতিক রীতিনীতির সম্পূর্ণ পরিপন্থি।
টিআইবির উদ্ধৃতি দিয়ে এনবিআর কর্মকর্তা বলেন, আন্তর্জাতিক উন্নত চর্চা অনুযায়ী একটি দেশের রাজস্ব নীতি প্রণয়ন ও ব্যবস্থাপনার জন্য আইনি সুরক্ষা নিশ্চিতপূর্বক স্বতন্ত্র সংস্থা, বোর্ড বা এজেন্সি প্রতিষ্ঠা প্রয়োজন, যাতে তা রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবের আওতামুক্ত থাকে। অথচ দেশের রাজস্ব ব্যবস্থাকে নির্বাহী বিভাগের অধীনস্ত দুটি বিভাগে পরিণত করা হয়েছে।
এনবিআর বিলুপ্ত নয়, বরং এনবিআরকে স্বতন্ত্র ও শক্তিশালী এজেন্সি হিসেবে রেখে রাজস্ব সংস্কার করার দাবি জানিয়ে এনবিআর কর্মকর্তারা বলেন, গত ৪৫ বছর ধরে এনবিআরে ফুলটাইম চেয়ারম্যান নেই। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যিনি সচিব তিনি সচিবালয়ে দায়িত্বের পাশাপাশি এনবিআরের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। যদিও এই দু্টি ভিন্ন পদ সম্পূর্ণ ভিন্ন পোর্টফোলিও। এই সচিবরা ভিন্ন ক্যাডার থেকে আসা, যাদের আয়কর, ভ্যাট, কাস্টমসসহ অন্যান্য রাজস্ব আইন ও পদ্ধতি অভিজ্ঞতা এবং পেশাগত জ্ঞান থাকে না, যা এনবিআরের কাজকর্মকে মারাত্মকভাবে ব্যাহত করে।
তারা বলেন, রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনার পৃথকীকরণ রাজস্ব ব্যবস্থার পূর্ণাঙ্গ সংস্কারের জন্য আমরা বদ্ধপরিকর। আমরা বলছি, এই সংস্কার হতে হবে বাস্তবমুখী, অংশীজনের মতামতভিত্তিক এবং কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা ও অভিজ্ঞতার সর্বোচ্চ মূল্যায়নের মাধ্যমে।
এদিকে এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের কলম বিরতির মধ্যেই সোমবার (১৮ মে) দুপুরে খবর আসে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করতে রাজি হয়েছেন। আগামী মঙ্গলবার (১৯ মে) বিকেল সাড়ে ৩টায় অর্থ মন্ত্রণালয়ে আলোচনায় বসবেন তিনি।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন- অতিরিক্ত কর কমিশনার সেহেলা সিদ্দিকা ও উপ কর কমিশনার সানজিদা খানম। এতে অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেডএ/আরবি