ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভ্যাট স্মার্ট কার্ড চায় ব্যবসায়ীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৭
ভ্যাট স্মার্ট কার্ড চায় ব্যবসায়ীরা ডিসিসিআই প্রতিনিধি দলের সঙ্গে এনবিআর এর সাক্ষাৎ ;ছবি- সুমন

ঢাকা: ট্যাক্স কার্ডের মতো ভ্যাট স্মার্ট কার্ড প্রদানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে প্রস্তাব জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। ডিসিসিআই সভাপতি আবুল কাসেম খান বলেন, সকল করদাতাকে ট্যাক্স কার্ড এর মাধ্যমে সব ধরনের সুযোগ-সুবিধাসহ সামাজিক স্বীকৃতি দেয়া হলে ব্যক্তি ও ব্যবসায়ীরা কর প্রদানে উৎসাহিত হবে।

সোমবার (ফেব্রুয়ারি ০৬) বিকেলে রাজধানীর রাজস্ব ভবনে এনবিআর চেয়ারম্যানের সাথে ডিসিসিআই এর নব নির্বাচিত  পরিচালনা  পর্ষদের   সৌজন্য  সাক্ষাতে এ  প্রস্তাব জানান  ব্যবসায়ী  সংগঠনটির সভাপতি। এ সময়  ডিসিসিআই পরিচালনা প্রর্ষদের নেতৃবৃন্দ এবং এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ডিসিসিআই সভাপতি আবুল কাসেম খান বলেন, ভ্যাট আদায়ে এনবিআর পদ্ধতি সহজীকরণ করতে হবে । এক্ষেত্রে ট্যাক্স কার্ডের মতো ভ্যাট স্মার্ট কার্ড প্রদান করার আবেদন জানাই।

আবুল কাসেম খান এ সময় ট্যাক্স কার্ড এর আওতায় হাসপাতাল, চিকিৎসকের চেম্বার, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, হোটেল এবং রেস্টুরেন্ট, ট্রান্সপোট, সরকারি অনুষ্ঠানসহ অন্যান্য সেবা সংক্রান্ত বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে সুবিধা দেয়ার আবেদন জানান এনবিআর এর প্রতি।

সভাপতি বলেন, বর্তমানে ৮ লাখ ৪০ হাজার বিনধারী (বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর) ব্যক্তি ও প্রতিষ্ঠান এনবিআর এর ডাটাবেজে নিবন্ধিত থাকলেও মাত্র ৩০ হাজার বিনধারী রিটার্ন প্রদান করে। বর্তমান করদাতাদের উপর অতিরিক্ত করের বোঝা না চাপিয়ে এবং একই করদাতাকে বিভিন্ন স্তরে ডাবল ট্যাক্সেশন এর চাপে না ফেলে করের আওতা বাড়াতে হবে। বাংলাদেশে ট্যাক্স জিডিপি অনুপাত বর্তমানে ১০ দশমিক ৩ শতাংশ। অথচ ভিয়েতনামে ২৩ দশমিক ৫ শতাংশ, নেপালে ১৯ দশমিক ৫ শতাংশ, থাইল্যান্ডে ১৬ শতাংশ, ফিলিপাইনে ১৩ দশমিক ৬ শতাংশ। অনুষ্ঠানে ডিসিসিআইয়ের পক্ষ থেকে নতুন ভ্যাট আইনে ১৫ শতাংশ ভ্যাটের পরিবর্তে ৭ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব করা হয়।

এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, আমরা এখন বাজেট বাস্তবায়নের মধ্যে আছি। আপনাদের এ প্রস্তাবটি আমরা তুলে ধরবো।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
ওএফ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।