ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ইন্দো বাংলা ট্রেড ফেয়ার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ইন্দো বাংলা ট্রেড ফেয়ার ইন্দো বাংলা ট্রেড ফেয়ার উপলক্ষে সংবাদ সম্মেলন/ছবি: বাংলানিউজ

ঢাকা: ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ইন্দো বাংলা ট্রেড ফেয়ার। এ উপলক্ষে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ইন্দো-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন করা হয়।

ইন্দো বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট দিওয়ান সুলতান আহমেদ বলেন, এখানে যেসব কোম্পানি অংশগ্রহণ করছে তারা বাংলাদেশে ব্যবসা প্রসার করবে বলে মনে করছি। আমাদের যেসব পণ্য রফতানির জন্য উৎপাদন হচ্ছে তার বেশিরভাগের কাঁচামাল ভারত থেকে আমদানি করতে হয়।

তাই আমাদের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি বেশি। তবে ভারতে দিন দিন আমাদের রফতানি বাড়ছে। তাই এ মেলার মাধ্যমে বাংলাদেশ-ভারতের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে কাজ করতে চাই।

অন্যদিকে এ মেলার মাধ্যমে বাংলাদেশে ভারতীয় বিনিয়োগ বাড়বে বলে আশা করছেন সংগঠনটির প্রধান নিবর্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর বিন আলম।

তিনি বলেন, বাংলাদেশে ভারতীয় ব্যবসায়িরা বিনিয়োগ করতে আগ্রহী। ইতোমধ্যে আমাদের দেশে ভারতীয় বিনিয়োগ হচ্ছে। এই ট্রেড ফেয়ারে বাংলাদেশ ও ভারতের ৩০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। বাংলাদেশ সম্পর্কে ভারতীয় প্রতিষ্ঠানগুলো ধারণা পাবে এবং আমাদের বিনিয়োগ বাড়বে।

এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ভারতীয় যতীব্রত ব্যানার্জি, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার বাংলাদেশে কান্ট্রি ডিরেক্টর অভিজিৎ ব্যানার্জি।  

মেলা কর্তৃপক্ষ জানিয়েছে, মেলায় ৩০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নিতে যাচ্ছে। অটোমোবাইল, প্রক্রিয়াজাত খাদ্য, হোম এপলায়ান্সসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।  

১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে মেলা। মেলা সবার জন্য উন্মুক্ত রাখা হবে।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
ইউএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।