ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাজস্ব আয় উন্নয়নের অক্সিজেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, মার্চ ৪, ২০১৭
রাজস্ব আয় উন্নয়নের অক্সিজেন বিএফডিসিতে বিতর্ক অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান

ঢাকা: সরকার রাজস্ব আহরণকে উন্নয়নের অক্সিজেন বলে মন্তব্য করেছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

শনিবার (০৪ মার্চ) দুপুরে বিএফডিসিতে ডিবেট ফর ডেমাক্রেসি আয়োজিত কর ব্যবস্থাপনা বিষয়ক বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নজিবুর রহমান বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য রাজস্ব আহরণের মাধ্যমে অভ্যন্তরীণ সম্পদ বাড়ানো হচ্ছে।

সবাই মিলে কর প্রদানের মাধ্যমে দেশকে আরো বেশি স্বনির্ভর করা সম্ভব। এছাড়া এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে ২৭ লাখ ৫০ হাজার করদাতা চিহ্নিত করা ছাড়াও সরকারি কর্মকর্তাদেরকে করের আওতায় নিয়ে আসা হয়েছে। রাজস্ব বাড়ানোর লক্ষ্যে ইতোমধ্যে রাজস্ব বোর্ডের জনবল বৃদ্ধি, রাজস্ব সংলাপসহ গণমাধ্যমের সঙ্গে অংশীদারিত্ব কার্যক্রম গ্রহনের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।  


চলতি বছরের জুলাই থেকে নতুন ভ্যাট আইন কার্যকরের সিদ্ধান্ত উল্লেখ করে তিনি বলেন, এখন থেকে ব্যবসায়িক পরিচিতি নম্বর চালু করা হচ্ছে। কর ফাঁকিবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠনের আইনগত দিক পর্যালোচনা করা হচ্ছে। কর কর্মকর্তাদেরকে স্বদেশপ্রেমে অনুপ্রাণীত হয়ে কর আহরণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করা হচ্ছে। কর কর্মকর্তাদের কর্মদক্ষতার ভিত্তিতে লাল, হলুদ ও সবুজ এ তিন শ্রেণিতে চিহ্নিত করা হচ্ছে।

এ ছাড়া আয়করের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে শক্তিশালী  করে কর আদায়ে নজরদারি আরো বাড়ানো হচ্ছে বলেও তিনি জানান।
সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হানান আহমেদ চৌধুরী কিরণ বলেন,  মানুষের মধ্যে যে করভীতি রয়েছে সে ভীতি দূর করার জন্য কিভাবে কর ব্যবস্থাপনাকে আরো সহজ করা যায় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। কর নিরূপন ও কর আদায় প্রক্রিয়া সহজ ও জনবান্ধব করার লক্ষ্যে কর গ্রহণকারী কর্তৃপক্ষকে কর প্রদানকারীর সঙ্গে বন্ধুসুলভ আচরণ করতে হবে। তাহলেই কর আদায়ের পরিধি বাড়ানো সহজ হবে।

অসৎ কর কর্মকর্তাদের দ্বারা যাতে কোনো সম্মানিত করদাতা হয়রানির শিকার না হয় সেদিকে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মহোদয় বিশেষ দৃষ্টি রাখবেন বলে অনুরোধ করেন জনাব কিরণ।


উল্লেখ্য, প্রতিযোগিতায় সরকারি দল ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি বিরোধী দল প্রাইম ইউনিভার্সিটিকে পরাজিত করে বিজয় হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ক্রেস্ট ও সার্টিফিকেট তোলে দেওয়া হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, ড. এস এম মোর্শেদ ও শিরীনা বিথী।
 
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৭
এসজে/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।