ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রিয়েল এস্টেট সেবায় নতুন দিগন্ত ‘মিপারো’

শেখ জাহিদুজ্জামান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
রিয়েল এস্টেট সেবায় নতুন দিগন্ত ‘মিপারো’ রিয়েল এস্টেট সেবায় নতুন দিগন্ত ‘মিপারো’/ছবি: সুমন শেখ

আইসিসিবি থেকে: বাড়ি ভাড়া, জমি ক্রয় ও মনোরম পরিবেশে অফিস পেতে বেগ পোহাতে হয় যে কারোরই। আর পছন্দের স্থান না পেয়ে অনেক সময় বাধ্য হয়ে অপছন্দের স্থানকেই বেশি অর্থ ব্যয় করে বেছে নিতে হয়। 

কিন্তু এবার সেই সব ভোগান্তি কমাতে রিয়েল এস্টেট সেবায় নতুন নাম ‘মিপারো.কম.বিডি’ (miparo.com.bd)। ফলে যে কেউ এখন মিপারো ওয়েব সাইটে ভিজিট করে পছন্দের স্থানকে বেছে নিতে পারছেন বলে বাংলানিউজকে জানান প্রতিষ্ঠানটির বাংলাদেশের চিফ সেলস অফিসার ফয়সাল আহমেদ।



শনিবার (২৮ অক্টোবর) ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) আন্তর্জাতিক কন-এক্সপো, সেফটি, ওয়াটার, সোলার, পাওয়ার ও রিয়েল এস্টেট প্রদর্শনীতে স্টলটিতে এভাবেই বলছিলেন তিনি।

প্রদর্শনীর আয়োজন করেছে সেমস গ্লোবাল। এতে বিশ্বের ১৫টি দেশের ২৫০টি প্রতিষ্ঠানের ৩৫০টি স্টল অংশ নিচ্ছে। মেলা চলবে শনিবার (২৮ অক্টোবর) রাত ৮টা পর্যন্ত।

মিপারো.কম.বিডি সম্পর্কে ফয়সাল আহমেদ বাংলানিউজকে বলেন, বাংলাদেশের ৩৫৭টি রিয়েল এস্টেট কোম্পানিকে মিপারো সেবা দিচ্ছে। অপরদিকে সাড়ে ৫ হাজারের মতো প্রোপার্টি মিপারোতে অন্তর্ভুক্ত আছে। এছাড়া রাজধানী ঢাকা, কুমিল্লা, সিলেট ও চট্টগ্রামে রিয়েল এস্টেট সেবা দিচ্ছে মিপারো।

তিনি আরও বলেন, ২০১৭ সালের শুরুতে এই প্রতিষ্ঠানটির পথ চলা শুরু সুইডেনে। এরপর একে একে ৬২টি দেশে মিপারো রিয়েল এস্টেট সেবা দিচ্ছে। ওয়েব সাইটে যে কোনো ব্যক্তি প্রবেশ করে সার্চ বারে লোকেশন দিয়ে সার্চ করলে সেই লোকেশনে পছন্দের বাসা-বাড়ি, অফিস ও জমি পাবেন। তবে এসব সেবা পেতে কোনো গ্রাহককে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে না। সরাসরি মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ হবে। যোগাযোগ হয়ে থাকে মালিকপক্ষের সঙ্গে মিপারো প্রতিষ্ঠানের। আর মালিকপক্ষ ‍ওয়েব সাইটে প্রবেশ করে তাদের বাসা-বাড়ি, অফিস ও জমির ঠিকানা ওয়েব সাইটে আপলোড দেন। এরপর মিপারো সেগুলো গ্রাহকের কাছে তুলে ধরে।  
 
সার্ভিস পেতে কোনো চার্জ দিতে হয় কিনা জানতে চাইলে তিনি বলেন, মালিকপক্ষ প্রথম মাস ফ্রি সার্ভিস পেয়ে থাকে। এরপর প্রতিমাসে ১ হাজার টাকা চার্জ দিতে হয়। তবে তিন মাসের প্যাকেজ সুবিধা নিলে মালিকপক্ষকে প্রতি মাসে ৮শ টাকা করে চার্জ দিতে হবে।

এছাড়া আগামী মাস থেকে ওয়েব সাইটে বিজ্ঞাপন সেবা চালু হবে। যেখানে টপ ব্যানারে বিজ্ঞাপন দিতে হলে প্রতি মাসে মালিকপক্ষকে ১৬ হাজার ৫০০টাকার পরিবর্তে মেলা উপলক্ষে মাত্র ৮ হাজার ৩০০ টাকা দিতে হবে। কিন্তু সেবা নিতে গ্রাহকদের কোনো চার্জ দিতে হবে না।

মিপারো স্টলে কথা হয় গ্রাহক শফিউল্লাহর সঙ্গে তিনি বাংলানিউজকে বলেন, প্রতিষ্ঠানটির সেবা সম্পর্কে অবহিত হলাম। রিয়েল এস্টেট সেবায় তারা নতুন হলেও ভালো মনে হচ্ছে। একজন গ্রাহক হিসেবে আমি অভিভূত। ভাবছি এখন থেকে কোনো বাসা-বাড়ি বা অফিসের প্রয়োজন হলে তাদের ওয়েব সাইটে ভিজিট করব।

মিপারো.কম.বিড়ি সম্পর্কে প্রতিষ্ঠানটির চিফ অপারেশন অফিসার পিটার ডিয়োরসন বলেন, বাংলাদেশে এমন একটি মেলায় অংশ নিতে পেরে আমরা  খুশি। দারুণ একটি লোকেশন এটি। বাংলাদেশে প্রতিষ্ঠানটির যাত্রা চলতি বছরের জুলাইতে। আর ২০১৮ সালের মার্চের মধ্যে আমরা ১৫০টি দেশে  রিয়েল এস্টেট সেবা দেব। ‍বাংলাদেশে এত দ্রুততম সময়ে আমরা এগিয়ে যাব সেটা কখনো ভাবিনি। এই প্রতিষ্ঠানটির কর্ণধার স্কাইপি সফটওয়্যারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। আমাদের ম্যানেজমেন্ট টিমটি ছোট হলেও অনেক শক্তিশালী।  আমরা সবসময় গ্রাহকদের সেবা দিতে চাই বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
এসজে/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।