ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিলেটে ৭ কোটি টাকার বেশি কর আদায়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
সিলেটে ৭ কোটি টাকার বেশি কর আদায় সিলেট ৭ কোটি টাকার বেশি কর আদায়, ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেট কর অঞ্চলের আওতাধীন মেলায় ৭ কোটি ২২ লাখ ৯৬ হাজার ৯৩৯ টাকা কর আদায় হয়েছে।

রোববার (৫ নভেম্বর)  সিলেট কর অঞ্চলের কর্মকর্তার কাজল সিংহ এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি জানান, এর মধ্যে বিভাগীয় শহর সিলেটে পঞ্চম দিনে মেলা থেকেই কর আদায় হয়েছে ৬ কোটি ৮৭ লাখ ৯০ হাজার ৩৫৪ টাকা।

এছাড়া চতুর্থ দিনে মৌলভীবাজারে ১০ লাখ ৮ হাজার ৫৮১, সুনামগঞ্জে ৮ লাখ ২৯ হাজার ৬৮৯, হবিগঞ্জে ১৫ লাখ ৭৫ হাজার ৬৪০ এবং গোলাপগঞ্জে দু’দিনব্যাপী মেলার প্রথম দিনে ৯২ হাজার ৬৭৫ টাকা কর আদায় হয়।

মেলায় ৩ হাজার ১৭৬ জন, নতুন ইটিআইএন ৫৯ জন সেবা নেন, রিটার্ন দাখিল করেন ৬২১ জন।

মৌলভীবাজারে ৪র্থ দিন তথা শেষ দিনে মেলায় সেবা নেন ৮৬৪ জন, নতুন ইটিআইএন দেওয়া হয় ১৯ জনকে এবং রিটার্ন দাখিল করে ৪৯৬ জন।

তিনি আরও জানান, সুনামগঞ্জে চার দিনের মেলার শেষ দিনে সেবা নেন ৯০৮ জন, নতুন ইটিআইএন নেন ৩ জন এবং রিটার্ন দাখিল করেন ২১৭ জন।

হবিগঞ্জে মেলার দ্বিতীয় দিনে সেবা নেন ৯১৩ জন, নতুন ইটিআইএন নিয়েছেন ১৩ জন এবং রিটার্ন দাখিল করেন ১৫৯ জন। এছাড়া নগরীর গোলাপগঞ্জে দু’দিন ব্যাপী মেলার ১ম দিনে ১৯২ জন, নতুন ইটিআইএন সেবা নেন ২ জন, রিটার্ন দাখিল করেন ২৯ জন। এরআগে শনিবার সিলেটে কর অঞ্চলে ৩ কোটি ২৫ হাজার ২৫৩ টাকা কর আদায় করা হয়।

মেলায় এদিনও কর শিক্ষণ ফোরামের আওতায় ১৯ জন শিক্ষার্থীদের এ সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হয়। ইটিআইএন খোলা ও কর প্রদান সম্পর্কে তাদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

পরে তাদের নিয়ে কুইজ প্রতিযোগিতা শেষে পুরস্কার হিসেবে মুক্তিযোদ্ধ ও বিজ্ঞান বিষয়ক বই তুলে দেওয়া হয়। কর শিক্ষণে অংশ নেন স্থানীয় বাংলাদেশ ব্যাংক ১০ জন ও শাহজালাল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের নয়জন শিক্ষার্থী।

বুধবার (১ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে নগরীতে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে আয়কর মেলার উদ্বোধন করেন। মেলার প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত মেলা চলবে। মেলার শেষ সময় ৭ নভেম্বর।

মেলায় এবার ২৪ টি স্টল বসানো হয়েছে। এরমধ্যে রিটার্ন গ্রহণ বুথ ৭টি, একটি করে সোনালী ও জনতা ব্যাংক, কাস্টমস, সঞ্চয়ী হিসাব ও আয়কর আইনজীবী বুথ রয়েছে। কর কমিশনার কর্নার ছাড়াও রয়েছে কন্ট্রোল রুম, অভ্যর্থনা ও তথ্য কেন্দ্র, দু'টি ইটিআইএন রেজিস্ট্রেশন ও রি-রেজিস্ট্রেশন কেন্দ্র। এছাড়া একটি মিডিয়া বুথ রয়েছে। যেখানে বসে সাংবাদিকরা মেলার সংবাদ সংগ্রহ ও কাজ করতে পারবেন।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।