সোমবার (২৭ জানুয়ারি) রাজধানীর শেরে বাংলানগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মনোয়ার আহমেদ।
সচিব বলেন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম-২০২০ এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিডিএফ বৈঠকে রোহিঙ্গা ইস্যুটি আলোচ্যসূচিতে থাকছে কি না— এমন প্রশ্নের জবাবে ইআরডি সচিব বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে মিয়ানমার আমাদের সরকারের সঙ্গে চুক্তি করেছে। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক আদালতে একটি রায় হয়েছে। রোহিঙ্গা আমাদের উন্নয়নের জন্য একটি চ্যালেঞ্জও বটে। তারপরও এবারের বিডিএফ-এ এই ইস্যু রাখার প্রয়োজন নেই বলেই মনে করা হয়েছে।
তিনি জানান, দুই দিনব্যাপী এই ফোরামে বিভিন্ন বিষয় নিয়ে ৮ বিষয়ের ওপর আলোচনা ও গৃহীত সিদ্ধান্তের ওপর ভিত্তি করে একটি বিডিএফ কমুনিক ঘোষণা করা হবে।
বিডিএফ ফোরাম-২০২০ অনুষ্ঠানে জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জুনিচি ইয়ামাদা, বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট, হার্টঊইগ শেফার, এশীয় উন্নয়ন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট শিক্সিন চেনসহ জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলের বহু অতিথি ফোরামে অংশ নেবেন।
বাংলাদেশ সময়: ২৩১৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২০
এমআইএস/এইচএডি