ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবির টিলায় দুর্বৃত্তদের আগুন

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
শাবিপ্রবির টিলায় দুর্বৃত্তদের আগুন শাবিপ্রবি

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অভ্যন্তরে ২টি টিলায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২০ জানুয়ারি) দুপুরে সৈয়দ মুজতবা আলী হলের পেছনের টিলায় আগুন দেয় দুর্বৃত্তরা।

সরেজমিনে দেখা যায়, আগুনে ২টি টিলায় ৩ থেকে ৪ বিঘা জায়গা পুড়ে গেছে। আগুন লাগার পর ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে উপস্থিত হন, তবে এর আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। কে বা কারা আগুন দিয়েছে তা জানা যায়নি।

উদ্বেগ প্রকাশ করে শিক্ষার্থীরা বলেন, প্রতিবছর নিয়ম করে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে আগুন লাগছে। এতে প্রাকৃতিক সম্পদের ক্ষতি হচ্ছে। এসব সম্পদের পরিচর্যা করা, রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রশাসনের হলেও, এতে তাদের নীরব ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে, ফলে ভূপ্রকৃতি ও পরিবেশ হুমকির সম্মুখীন হচ্ছে।

ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা মো. বেলাল বাংলানিউজকে জানান, আমরা এখানে এসে দেখি আগুন নিভে গেছে, তবে সেখানে ৩ থেকে ৪ বিঘা জায়গা  পুড়ে গেছে। এখন আগুন নেই তাই আমরা চলে যাচ্ছি। কীভাবে আগুন লেগেছে সেটা আমরা এখনো জানতে পারিনি।  

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।