ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আন্তঃবিশ্ববিদ্যালয় পরিবেশ বিতর্কে চ্যাম্পিয়ন ঢাবি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, মে ২৯, ২০২৩
আন্তঃবিশ্ববিদ্যালয় পরিবেশ বিতর্কে চ্যাম্পিয়ন ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত ১০ম আন্তঃবিশ্ববিদ্যালয় পরিবেশ বিতর্ক প্রতিযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে হারিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার (২৯মে) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় ডিইউডিএস-এর বিতার্কিকদের অভিনন্দন জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

 

গত ২৭ মে ২০২৩ বিটিভি অডিটোরিয়ামে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস) এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি’র মধ্যে এই টুর্নামেন্টের ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়। ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস), পরিবেশ অধিদপ্তর এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করে।

চ্যাম্পিয়ন দলের বিতার্কিকরা হলেন অর্পিতা গোলদার, মবিন মজুমদার এবং মো. সাদিউর রহমান। ফাইনাল রাউন্ড বিতর্কে শ্রেষ্ঠ বিতার্কিক হওয়ার গৌরব অর্জন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মবিন মজুমদার। ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির চিফ মডারেটর অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, মডারেটর সহকারী অধ্যাপক তাওহিদা জাহান শান্তা, সোসাইটির সভাপতি মো. মাহবুবুর রহমান মাসুম এবং সাধারণ সম্পাদক ফুয়াদ হোসেন বিতার্কিকদের সার্বিক সহযোগিতা করেন। এর আগে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি নক আউট সিস্টেমে পরিচালিত এই টুর্ণামেন্টে নর্থ সাউথ ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল কলেজ এবং সেমিফাইনালে রাজশাহী ইউনিভার্সিটিকে হারিয়ে ফাইনালে নিজেদের জায়গা করে নেয়।

‘প্লাস্টিক দূষণ সমাধানে-শামিল হই সকলে’ প্রতিপাদ্য ধারণ করে গত ১৬ মে ২০২৩ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে শুরু হয় এই বিতর্ক প্রতিযোগিতা। প্রতিযোগিতায় সরকারি ও বেসরকারি ১৬টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, মে ২৯, ২০২৩
এসকেবি/এসএ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।