ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষা হবে হাতে-কলমে: ভিসি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষা হবে হাতে-কলমে: ভিসি

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ বলেছেন, এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিষয় বিশেষায়িত। এই বিশেষায়িত বিষয়গুলোকে কাগজে-কলমে রাখার সুযোগ নেই।

প্রতিটি বিষয়েই যাতে শিক্ষার্থীরা হাতে-কলমে শিক্ষা পায় আমাদের সেটি নিশ্চিত করতে হবে।

শনিবার (২৬ অক্টোবর) গাজীপুরের কালিয়াকৈরে বিশ্ববিদ্যালয়ে যোগদান পরবর্তী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনা সভায় উপাচার্য একথা বলেন। এ সময় নবনিযুক্ত উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে উপাচার্য বলেন, শিক্ষার্থীরা আমাদের প্রাণ। তাদের সেবা প্রদান যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় এবং এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী যেন আনন্দ নিয়ে শিক্ষা গ্রহণ করে কর্মক্ষেত্রের জন্য বেরিয়ে যেতে পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।

অনুষ্ঠানের শুরুতে উপাচার্য জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের কথা স্মরণ করে নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের প্রতি সমবেদনা জানিয়ে তাদের দ্রুত আরোগ্য কামনা করেন।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন ও এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. আশরাফুজ্জামান।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান খান, আইওটি অ্যান্ড রোবটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সুমন সাহা, সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রাকিব হোসেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মশিউর রহমান, ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তানজিম তাহারাত অর্পা, সাধারণ শিক্ষা বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সুজন চন্দ্র সূত্রধর, ছাত্রী হলের প্রভোস্ট মুনিরা আকতার লতা, প্রক্টর ফারজানা আক্তার, পরিচালক (শিক্ষার্থী কল্যাণ) ফারহানা ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
এমআইএইচ/এমজে

 
 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।