নারীর প্রতি দেশের বিভিন্ন স্থানে চলমান সহিংসতার বিরুদ্ধে বেসরকারি স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ করেছেন।
সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়টির সিদ্ধেশ্বরী ক্যাম্পাসের বটতলা প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা একত্রিত হয়ে প্রতিবাদ সমাবেশ ও মিছিলের আয়োজন করেন।
সমাবেশে উপস্থিত ছিলেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান ড. ফারাহনাজ ফিরোজ, উপাচার্য প্রফেসর ড. মনিরুজ্জামান, উপ-উপাচার্য প্রফেসর ড. ইউনুছ মিয়া এবং বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য রুমানা হক রিতা।
এ সময় বক্তারা ধর্ষণের মতো অপরাধ নির্মূলে দৃষ্টান্তমূলক শাস্তি সুনিশ্চিত করা এবং প্রতিরোধমূলক আইনি ব্যবস্থা গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা তৈরির দাবী জানান তারা।
সমাবেশে বক্তব্য শেষে নারী নির্যাতনের বিরুদ্ধে ন্যায়বিচারের দাবিতে তারা বিভিন্ন স্লোগান দেন ও ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, মার্চ ১০, ২০২৫
এমএইচএম