ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

শিক্ষা

পাসের হারে এগিয়ে রাজশাহী, পিছিয়ে পড়ল বরিশাল

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২২, জুলাই ১০, ২০২৫
পাসের হারে এগিয়ে রাজশাহী, পিছিয়ে পড়ল বরিশাল ফাইল ফটো

এ বছরের এসএসসি পরীক্ষায় সবার চেয়ে এগিয়ে রাজশাহী বোর্ড। ৭৭.৬৩ শতাংশ পাস নিয়ে এ বছর প্রথমে রয়েছে।

তবে এ বছর সবার পেছনে পড়ল বরিশাল। এ বোর্ডে পাস করেছে কেবল ৫৬.৩১ শতাংশ।

বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত এসএসসি পরীক্ষার ফল বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে।

বিশ্লেষণে দেখা যায়, এ বছর বরিশাল ছাড়াও ফলাফলে ধস নেমেছে ময়মনসিংহ বিভাগে। এ বিভাগে এবারের পাসের হার ৫৮.২২ শতাংশ। গত বছরের তুলনায় এবার এ বোর্ডে পাশের হার কমেছে ২৬.৭৫ শতাংশ।

এ বছর সব বোর্ড মিলে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ১৯ লাখ ৪ হাজার ০৮৬ জন। এরমধ্যে মধ্যে ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন পাস করেছে। পাসের হার ৬৮.৪৫ শতাশ।

এরমধ্যে ঢাকা বোর্ডে পাস করেছে ৬৭.৫১ শতাংশ, রাজশাহীতে ৭৭.৬৩, কুমিল্লায় ৬৩.৬০ শতাংশ, যশোরে ৭৩.৬৯, দিনাজপুরে ৬৭.০৩ শতাশ, ময়মনসিংহে ৫৮.২২ শতাংশ, বরিশাল বোর্ডে ৫৬.৩৮ শতাংশ, বিআইএসই বোর্ডে ৬৮.০৪, মাদরাসা বোর্ডে ৬৮.০৯ এবং কারিগরি বোর্ডে ৭৩.৬৩ শতাংশ পাস করেছে।

এবারও ফল প্রকাশ ঘিরে কোনো ধরনের আনুষ্ঠানিকতা রাখা হয়নি। তবে সার্বিক বিষয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার সভাকক্ষে মতবিনিময় সভায় কথা বলেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির।

পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবে। এ ছাড়া নির্ধারিত শর্টকোড ১৬২২২-তে এসএমএসের মাধ্যমেও ফল পাওয়া যাবে। শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকায় ফলাফল পাওয়া যাবে না।

ফল প্রকাশের পর ফল পুনর্নিরীক্ষণের সময়ও জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত এ জন্য আবেদন নেওয়া হবে। আবেদন পদ্ধতি শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশের দেওয়া বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে।

এফএইচ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।