ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জালিয়াতির দায়ে রাবিতে ভর্তিচ্ছু আটক

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৪
জালিয়াতির দায়ে রাবিতে ভর্তিচ্ছু আটক

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে রামকৃষ্ণ দাস নামে এক ভর্তিচ্ছুকে আটক করা হয়েছে।

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে তাকে মতিহার থানায় সোপর্দ করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান।

আটক রামকৃষ্ণ দাস সাতক্ষীরা জেলার অসিম দাশের ছেলে।

সোমবার দুপুরে আইন বিভাগের ভর্তি কার্যক্রম চলাকালে ভর্তিচ্ছু রামকৃষ্ণ দাসের পরীক্ষার প্রবেশপত্রের ছবির সঙ্গে বর্তমান ছবির অমিল পাওয়া যায়। এতে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করেন আইন অনুষদের শিক্ষকরা।

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জালিয়াতির কথা স্বীকার করে রামকৃষ্ণ দাস শিক্ষকদের জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রেজা মাহমুদ ৫০ হাজার টাকার বিনিময়ে তার পক্ষে পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

পরে এ বিষয়ে লিখিত স্বীকারোক্তি দেয় রামকৃষ্ণ দাস। জালিয়াতির বিষয়টি স্বীকার করায় তাকে আটক করে প্রক্টর অফিসে হস্তান্তর করা হয়। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে তাকে বিকেলে মতিহার থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বাংলানিউজকে জানান, তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

পরীক্ষায় জালিয়াতি করায় আইন অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।