ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর ছাত্রলীগের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৪
রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর ছাত্রলীগের

রংপুর: পছন্দের প্রার্থী ইন্টারভিউ কার্ড না পাওয়ায় রংপুর বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখায় হামলা চালিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। ভাঙচুর চালিয়ে সংস্থাপন শাখার গুরুত্বপূর্ণ ফাইলপত্র ছিড়েছে এবং  কিছু কাগজপত্র নিয়ে গেছেন হামলাকারী।



বুধবার দুপুরে বিশবিদ্যালয় ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান হাদি ও সাবেক ছাত্রলীগ নেতা  আলী রাজের নেতৃত্বে এ হামলা চালান ছাত্রলীগ কর্মীরা। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারিদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, আগামী ২৫ ফেব্রয়ারি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সেকশন অফিসার গ্রেড-২  পদে লিখিত পরীক্ষা হওয়ার কথা রয়েছে।   এরইমধ্যে নির্ধারিত প্রার্থীদের নামে ইন্টারভিউ কার্ডও ইস্যু করা হয়েছে।

কিন্তু বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান হাদি ও সাবেক ছাত্রলীগ নেতা আলী রাজের পছন্দের প্রার্থী নির্মল কুমার রায়ের কাগজপত্র সঠিক না থাকায় তার নামে ইন্টারভিউ কার্ড ইস্যু করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ খবর জানতে পেরে হাদিউজ্জামান ও আলী রাজ দলবল নিয়ে বিশ্ববিদ্যালয় সংস্থাপন শাখায় গিয়ে সেকশন অফিসার জিয়াউল হকের কাছে কেন কার্ড ইস্যু করা হয়নি বিষয়টি জানতে চান।    জিয়াউল হক তাদের বলেন, কাগজপত্র সঠিক না থাকায় নির্মল কুমারের ইন্টারভিউ কার্ড ইস্যু করা  হয়নি । এতে তারা ক্ষিপ্ত হয়ে সংস্থাপন শাখার ফাইল পত্র ছিড়ে ফেলে ও কিছু মূল্যবান কাগজপত্র নিয়ে যায়।

হাদিউজ্জামান হাদি ও আলী রাজ গত বছরের ১০ জানুয়ারি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের চোখে এসিড নিক্ষেপ মামলার প্রধান আসামি।  

তবে হামলায় নেতৃত্ব দেওয়ার বিষয়টি অস্বীকার করে হাদিউজ্জামান হাদি বলেন, কিছু উচ্ছৃঙ্খল শিক্ষার্থীরা এ ঘটনা ঘটিয়েছে।

বিশ্ববিদ্যালয় তথ্য কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, ছাত্রলীগনেতা হাদিউজ্জামান ও আলী রাজের নেতৃত্বে ছাত্রলীগ কর্মীরা সংস্থাপন শাখার মূল্যবান ফাইলপত্র ছিড়ে ফেলেছে। এটি অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। যারাই এ ঘটনার সঙ্গে জড়িত থাক না কেন তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মইনুল আজাদ বলেন, ঘটনাটি আমি শুনেছি। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।