ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাজশাহীতে বিবিসি ইংলিশ ক্লাবের কার্যক্রম শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৪
রাজশাহীতে বিবিসি ইংলিশ ক্লাবের কার্যক্রম শুরু

রাজশাহী: রাজশাহীতে শুরু হয়েছে বিবিসি জানালা ইংলিশ ক্লাবের কার্যক্রম।

বৃহস্পতিবার দুপুরে ইংলিশ ক্লাবের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিবিসি মিডিয়া অ্যাকশনের ইংলিশ প্রকল্পের প্রধান রিচার্ড লেস।



অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিসিডি ও রেডিও পদ্মা’র পরিচালক জি এম মুরতুজা, লেদারল্যান্ডের ইন্টার্ন এলিসা ল্যান্ডোস্কি, সিসিডি ইংললিশ ক্লাবের কো-অর্ডিনেটর অনিক তানভী, এ্যাকটিভ সিটিজেন্স প্রজেক্ট কো-অর্ডিনেটর হাসান তানভীর।

এরপর ইংলিশ ক্লাব কো-অর্ডিনেটর ও ক্লাব মেম্বারদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন রিচার্ড লেস।

পরে রিচার্ড লেস রেডিও পদ্মা’র সম্প্রচার কার্যক্রম পরিদর্শন করেন এবং এর কলাকুশলীদের সঙ্গে মতবিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন রেডিও পদ্মা’র পরিচালক জি এম মুরতুজা, স্টেশন ম্যানেজার শাহানা পারভীন, ডেপুটি স্টেশন ম্যানেজার আবরার শাঈর, অ্যাসিট্যান্ট ব্রডকাস্ট ম্যানেজার দিদারুতুল্লাহ শান্ত প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।