ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাহাঙ্গীরনগরে ভর্তি পরীক্ষা দিলেন লিমন

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৪
জাহাঙ্গীরনগরে ভর্তি পরীক্ষা দিলেন লিমন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন র‌্যাবের গুলিতে পা হারানো ঝালকাঠি রাজাপুরের মো. লিমন হোসেন।

সোমবার সকাল ১০টা ৫০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে সরকার ও রাজনীতি বিভাগে ভর্তির পরীক্ষা দেন তিনি।



পৌনে ১২টার দিকে পরীক্ষা দিয়ে বের হলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্বেচ্ছাসেবক পরিষদ’ নামের এই সংগঠনটি।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক এ কে এম শাহনাওয়াজ, পরিচালক রাকীব হায়দার, ফার্মেসি বিভাগের অধ্যাপক মো. সোহেল রানা, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক গোলাম রব্বানী, পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এ কে এম রাশিদুল আলমসহ সংগঠনটির কর্মীরা।

আইনজীবী হওয়ার স্বপ্ন থেকেই লিমন বর্তমানে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের পড়ালেখা করছেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সরকার ও রাজনীতি বিভাগে পরীক্ষা দিয়েছেন এবং ২৭ ফেব্রুয়ারি আইন ও বিচার বিভাগে পরীক্ষা দিবেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।