খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা আগামী ২৭, ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ অনুষ্ঠিত হবে।
৯৭৯টি আসনের জন্য এবার পরীক্ষার্থী চল্লিশ হাজার একশ’ ৩৮ জন।
ভর্তি পরীক্ষা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে মূল কেন্দ্র ও শহরের ৫টি শিক্ষা প্রতিষ্ঠানকে উপকেন্দ্র হিসেবে নির্ধারণ করে পরীক্ষার বিস্তারিত সময়সূচি, আসন বিন্যাস চূড়ান্ত করা হয়েছে।
খুবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগ ভারপ্রাপ্ত পরিচালক এসএম আতিয়ার রহমান বাংলানিউজকে বলেন, ভর্তি পরীক্ষার প্রথম দিন আগামী ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সমাজ বিজ্ঞান স্কুল, একইদিন দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কলা ও মানবিক স্কুল, ২৮ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল, একই দিন দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত চারুকলা ইনস্টিটিউট এবং ১ মার্চ শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল, একইদিন দুপুর ৩টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত জীব বিজ্ঞান স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৪