ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): উপস্থিত দর্শক, অভিভাবক এবং ক্রীড়া সংগঠকদের ফুটবল জাদুতে মুগ্ধ করলো প্রাথমিক পর্যায়ের ক্ষুদে মেয়েরা।
তাদের খেলার গতি এবং অসাধারণ টেকনিক মোহাবিষ্ট হয়ে উপভোগ করলেন উপস্থিত সবাই।
সোমবার সকালে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৩’ এর চূড়ান্ত পর্বের এ খেলায় অংশগ্রহণ করে রংপুর বিভাগের পালিচরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চট্টগ্রাম বিভাগের মগাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
খেলায় নাটকীয়ভাবে ৪-১ গোলে জয়লাভ করে মগাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকলেও অতিরিক্ত সময়ে আরো তিনটি গোল করেন মগাছড়ির মেয়েরা। ক্ষুদে মেয়েদের জাতীয় পর্যায়ের এ টুর্নামেন্টে দেশের মোট ৬২ হাজার ২৬১টি প্রাথমিক বিদ্যালয়।
এদের মধ্যে সাত বিভাগের ১৪টি দল অংশগ্রহণ করে চূড়ান্ত পর্বের এ খেলায়।
২ মার্চ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ টুর্নামেন্টের বিশেষত্ব হচ্ছে- এখানে যেসব শিশু ভালো করবে, তারাই ভবিষ্যতে জাতীয় পর্যায়ে অনূর্ধ্ব ১৩ এবং অনুর্ধ্ব ১৯ দলে খেলার সুযোগ পাবে।
সকাল সাড়ে ১০টায় শুরু হয় এ ম্যাচটি। খেলার ১৪ মিনিটের মাথায় দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে নেয় মগাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মনি।
খেলার প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা।
কিন্তু, দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটের মাথায় গোল করে খেলায় সমতা আনে পালিচরা পালিচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯ নম্বর জার্সি পরিহিত মিলি।
শেষ পর্যন্ত অমীমাংসিতভাবেই শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। এর অতিরিক্ত সময়ে আরো তিনটি গোল করে জয় নিশ্চিত করে মগাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী বেগম রাফিয়া আখতার ডলি।
এ ছাড়াও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৪