ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রেলে মধুচন্দ্রিমার আমন্ত্রণ রেলমন্ত্রীর

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৪
রেলে মধুচন্দ্রিমার আমন্ত্রণ রেলমন্ত্রীর

ঢাকা বিশ্ববিদ্যালয়: তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত পায়ে হেঁটে পাড়ি দেওয়া সাতজন পদযাত্রীকে রেলে মধুচন্দ্রিমার আমন্ত্রণ জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব।

সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পুরাতন সিনেট কক্ষে আয়োজিত বিজয় পদযাত্রা-২০১৩ এর সাতজন পদযাত্রীকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ আমন্ত্রণ জানান।



পদযাত্রীদের উদ্দেশে মন্ত্রী বলেন, আপনারা বিয়ে করে সরাসরি চলে আসবেন কমলাপুর রেলস্টেশনে। সেখান থেকে বাংলাদেশের যে প্রান্তে যেতে চান সেখানেই বিনা পয়সায় রেলগাড়িতে মধুচন্দ্রিমার ব্যবস্থা করে দেব আমি।

পদযাত্রীদের বিয়েতে মন্ত্রীকে দাওয়াত দেওয়া না হলে তিনি ‘মাইন্ড’ করবেন বলেও জানান। কারণ তাদের বিয়ের সমস্ত আপ্যায়ন ভার নিতে চান মন্ত্রী।

সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ভ্রমণ শিক্ষার একটি অংশ। এই তরুণ শিক্ষার্থীরা তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত পায়ে হেঁটে পাড়ি দিয়ে যে দুঃসাহসের পরিচয় দিয়েছেন তা অভূতপূর্ব।

ভবিষ্যতে এই পদযাত্রীরা শুধু বাংলাদেশ নয় বিশ্বের নানা জায়গা ঘুরে বেড়াবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় পর্যায়ের সাতজন তরুণ ২০১৩ সালের ১ ডিসেম্বর ‘সবার জন্য শিক্ষা ও শান্তি’ নিশ্চিত করার আহ্বান নিয়ে পায়ে হেঁটে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত ‘বিজয় পদযাত্রা-২০১৩’ শুরু করেন। তারা পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা জিরোপয়েন্ট থেকে পায়ে হেঁটে যাত্রা শুরু করে ৩১ ডিসেম্বর টেকনাফের জিরো পয়েন্টে পৌঁছায়। ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশ থেকে এ পদযাত্রার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

তরুণদের এ যাত্রা সফল করার জন্য সার্বিক সহযোগিতা প্রদান করেন ঢাবি ভিসি ও রেলমন্ত্রী। এবং পৃষ্ঠপোষকতা দেয় এনআইএফটি ও এনআইইটি নামে দুটি প্রতিষ্ঠান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

তরুণদের এই দলের সদস্য সংখ্যা সাতজন। এদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রয়েছেন ইসলাম উদ্দীন, আনোয়ার হোসেন ও আব্দুল হালিম, সরকারি তিতুমীর কলেজের মো. জিয়াউর রহমান, ঢাকা সিটি কলেজের রুহুল আমিন, ঢাকা কলেজের রুহুল আমিন ও কবি নজরুল সরকারি কলেজের আওলাদ হোসেন। এদের দলনেতা মো. জিয়াউর রহমান।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন নরসিংদি-৩ আসনের সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, বাংলা জুট মিলের এমডি রানা চৌধুরীসহ ছাত্রলীগের কেন্দ্রীয় ও ঢাবি শাখার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।