ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাকা কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে ৪ দফা কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৪
ঢাকা কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে ৪ দফা কর্মসূচি

ঢাকা: ঢাকা কলেজকে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবি আদায়ে চার দফা কর্মসূচি ঘোষণা করেছেন কলেজের শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে কলেজটির র শিক্ষার্থীদের এক মানববন্ধন থেকে এ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।



মঙ্গলবার ঢাকা কলেজের সামনের মানবন্ধনে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে ২৬ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ বিশ্ববিদ্যালয় করার দাবিতে ক্যাম্পাসে গণস্বাক্ষর গ্রহণ কর্মসূচি, ২৬ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ ঢাকা কলেজ ক্যাম্পাসে জনমত তৈরি ও মানবপ্রাচীরের জন্য ক্যাম্পেইন ও কলেজের প্রতিটি বর্ষের ছাত্রদের নিয়ে সাব-কমিটি গঠন, ৪ মার্চ প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও শিক্ষামন্ত্রীর কাছে স্বারকলিপি প্রদান করা হবে এবং তিন দফা কর্মসূচি শেষে চতুর্থ দফার কর্মসূচি হিসেবে ছাত্র সমাবেশ, মোমবাতি প্রজ্জ্বলন এবং কনসার্ট ফর ভার্সিটি আয়োজনের ঘোষণা দেন।
 
মানবপ্রাচীরে অংশ নেওয়া ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র স্বাধীন বাংলানিউজকে বলেন, আমাদের একটাই দাবি আমাদের কলেজকে বিশ্ববিদ্যালয় করতে হবে। বিশ্ববিদ্যালয় করার মতো যথেষ্ট যৌক্তিকতা আছে। আমাদের ৭টি হল রয়েছে। এছাড়া আমাদের সবুজ ক্যাম্পাসের আয়তনও বড়। শিক্ষার গুণগত মানের দিক থেকেও আমাদের ঐতিহ্য কম নেই। ’
 
তিনি আরও বলেন, ‘আমাদের দাবি অতি দ্রুত বিশ্ববিদ্যালয়ে রুপান্তর করতে হবে নইলে আমাদের আন্দোলন আরো তীব্র করা হবে। আমাদের ন্যায্য দাবি থেকে আমরা পিছপা হব না। ’
 
এ ব্যাপারে ঢাকা কলেজের অধ্যক্ষ ড. আয়েশা বেগম বলেন, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলন করছে। এতে করে সাধারণ ছাত্রদের নিরাপত্তা এবং কলেজের সম্পদের যেন কোনো ক্ষতি না হয় সে বিষয়ে কলেজ প্রশাসন যথাযত ব্যবস্থা নেবে। শিক্ষার্থীদের চাওয়া পাওয়াকে সব সময় কলেজ প্রশাসন সমর্থন দেবে। ’

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।