জবি: উদ্ধারের দাবিতে রোববার বেদখল হল অভিমুখে যাত্রা করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীরা।
বুধবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি আদায়ের ব্যাপারে আশ্বস্ত করার পর হল উদ্ধার আন্দোলন সংগ্রাম পরিষদের আহ্বায়ক এফ. এম. শরিফুল ইসলাম এ ঘোষণা দেন।
এছাড়া, হল উদ্ধারে দাবিতে বৃহস্পতিবারও বিক্ষোভ অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন তিনি।
এর আগে, দাবি আদায়ে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের কাছে সরকারি কবি নজরুল কলেজের সামনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের গাড়ি (ঢাকা মেট্রো-ঘ ১১৮৫৭৪) অবরোধ করে রাখেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে শিক্ষামন্ত্রী গাড়ি থেকে নেমে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেন।
এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর দখল অবিলম্বে ছেড়ে দিতে দখলদারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নইলে সরকার দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ভূমি মন্ত্রণালয়, পূর্ত মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে ১ মাসের মধ্যে হল উদ্ধারের ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষামন্ত্রী বলেন, ২০০৫ সালে জগন্নাথকে বিশ্ববিদ্যালয় করার পর ২৭(৪) ধারার মাধ্যমে এটিকে প্রাইভেট বিশ্ববিদ্যালয় করার চক্রান্ত হয়েছিল। বর্তমান সরকার সেই কালো ধারাকে বাদ দিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মান সমুন্নত রেখেছে। হল নির্মাণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ১০০ কোটি টাকা দিয়েছে।
তিনি আরও বলেন, আগামী ২ সপ্তাহের মধ্যে ছাত্রী হল নির্মাণ এবং ২০ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের নির্মাণ কাজ শুরু করা হবে। কেরানীগঞ্জে বিশ্ববিদ্যালয় সম্প্রসারণে জমি ক্রয় সংক্রান্ত তথ্যাদি প্রকাশ করা হয়েছে। সরকারিভাবেও জমি অধিগ্রহণে চেষ্টা করা হবে।
এর আগে, দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা ওই এলাকায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্তমান ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের গাড়ি (ঢাকা মেট্রো-গ ১৩৭৫১৫) আটকে দেন।
এসময় তিনিও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল পুনরুদ্ধারের দাবি সম্বলিত প্রস্তাব সংসদে উপস্থাপন করবেন বলে আশ্বস্ত করেন।
সাবেক এ স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ভোট দিতে ওই সড়ক দিয়েই আদালত পাড়ায় যাচ্ছিলেন।
এদিকে, সোমবার প্রেসক্লাব থেকে শিক্ষক-শিক্ষার্থীদের মৌন মিছিল ও মানববন্ধন শেষে ফেরার সময় গুলিস্তান জিরো পয়েন্টে জবির চার কর্মকর্তাকে লাঠি এবং বন্দুকের বেয়োনট দিয়ে পুলিশি নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতি।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৪